নাম বদলেও ভাগ্য বদলায়নি। বিস্তর কোচ ও ক্যাপ্টেন বদলেছে পঞ্জাব কিংস। তাও আইপিএল ট্রফি জেতা হয়নি তাদের। এবছর আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে সামনে রেখে ট্রফি জিততে মরিয়া প্রীতি জিন্টারা। আপাতত নতুন আইপিএল মরশুমে নিজেদের অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক পঞ্জাব কিংসের সম্পূর্ণ স্কোয়াড ও ক্রীড়াসূচি।
আইপিএল ২০২৫-এর জন্য পঞ্জাব কিংসের স্কোয়াড
ব্যাটার: শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নেহাল ওয়াধেরা, হরনূর পান্নু, পাইলা অবিনাশ, শশাঙ্ক সিং।
উইকেটকিপার-ব্যাটার: বিষ্ণু বিনোদ, জোশ ইংলিস, প্রভসিমরন সিং।
অল-রাউন্ডার: মার্কাস স্টইনিস, গ্লেন ম্য়াক্সওয়েল, হরপ্রীত ব্রার, মারকো জানসেন, আজমতউল্লাহ ওমরজাই, প্রিয়াংশ আর্য, অ্যারন হার্ডি, মুশির খান, সূর্যাংশ শেজ।
বোলার: আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বিজয়কুমার বৈশাক, যশ ঠাকুর, লকি ফার্গুসন, কুলদীপ সেন, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে।
আইপিএল ২০২৫-এর জন্য পঞ্জাব কিংসের সাপোর্ট স্টাফ
হেড কোচ- রিকি পন্টিং, সহকারী কোচ- ব্র্যাড হ্যাডিন, জেনারেল ম্যানেজার ক্রিকেট অপারেশনস- আসিশ তুলি, পেস বোলিং কোচ- জেমস হোপস, স্পিন বোলিং কোচ- সুনীল যোশি, সহকারী বোলিং কোচ- ট্রেভর গঞ্জালভেজ, টিম ম্যানেজার অ্যান্ড স্কাউট- বিক্রম, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- আদ্রিয়ান লে রুঁ, ফিজিও- অ্যান্ড্রু লিপাস, সহকারী ফিজিও- অভিজিৎ কর, অ্যানালিস্ট- সৌরভ, সাইড আর্ম থ্রোয়ার- প্রিন্স কুমার, সাইড আর্ম থ্রোয়ার- দুর্জয় বেরা, সাইড আর্ম থ্রোয়ার- বিশ্বজিৎ সিং, ম্যাসিওর- নরেশ কুমার, সহকারী ম্যাসিওর- অরুণ কুমার, স্পোর্টস যোগা টিচার- মনোজ কুমার।
আইপিএল ২০২৫-এর জন্য পঞ্জাব কিংসের সূচি
২৫ মার্চ: গুজরাট টাইটানস বনাম পঞ্জাব কিংস (আমদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১ এপ্রিল: লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস (একানা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৫ এপ্রিল: পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (মুল্লানপুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৮ এপ্রিল: পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস (মুল্লানপুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১২ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস (উপ্পল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৫ এপ্রিল: পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (মুল্লানপুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৮ এপ্রিল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পঞ্জাব কিংস (চিন্নাস্বামী, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২০ এপ্রিল: পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (মুল্লানপুর, দুপুর ৩টে ৩০ মিনিট)।
২৬ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (ইডেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৩০ এপ্রিল: চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৪ মে: পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস (ধরমশালা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৮ মে: পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস (ধরমশালা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১১ মে: পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ধরমশালা, দুপুর ৩টে ৩০ মিনিট)।
১৬ মে: রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস (জয়পুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।