ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের মাত্র কয়েক ঘণ্টা পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের জন্য বড় ঘোষণা করেছে। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ২০২৪-২৫ আন্তর্জাতিক ক্রিকেট মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। এবার পিসিবি মোট ২৫ জন খেলোয়াড়কে সেন্ট্রাল কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে ৫ জন খেলোয়াড় প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পেয়েছেন। দলের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি বড় ধাক্কা খেয়েছেন। একইসঙ্গে বোর্ডের বিরুদ্ধে আওয়াজ তোলা ফখর জামানের জন্য এই চুক্তি ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম তার ক্যাটাগরিতে চুক্তিটি ধরে রাখতে পেরেছেন।
বিরাট ক্ষতির মুখে পড়েন শাহিন আফ্রিদি
এবার পিসিবি কেন্দ্রীয় চুক্তির এ ক্যাটাগরিতে মাত্র ২ জন খেলোয়াড়কে স্থান দিয়েছে, যার মধ্যে বাবর আজম ও উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের নাম রয়েছে। এই দুই সিনিয়র খেলোয়াড় এর আগেও এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিল। একই সঙ্গে শাহিন আফ্রিদিকে এ ক্যাটাগরি থেকে সরিয়ে এখন বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তার মানে, নতুন কেন্দ্রীয় চুক্তিতে এই ফাস্ট বোলারকে পদোন্নতির পরিবর্তে অবনমিত করা হয়েছে। এছাড়া বি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার নাসিম শাহ ও টেস্ট অধিনায়ক শান মাসুদ। শান মাসুদ আগে ডি ক্যাটাগরিতে ছিলেন। মানে মাসুদ তিন ক্যাটাগরিতে লাভবান হয়েছেন। তবে কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ফখর জামান।
আরও পড়ুন… ওরা তো কাগজে কলমে বাঘ আর ঘরে ভিজে বিড়াল- রোহিতদের টিম ইন্ডিয়াকে নিয়ে পাক ক্রিকেটারের কটাক্ষ
এর খেসারত দিতে হয়েছে ফখর জামানকে
পাকিস্তানের হয়ে তিন ফর্ম্যাটেই খেলা বাঁহাতি ব্যাটসম্যান ফখর জামানকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেয়নি পিসিবি। যেখানে শেষ কেন্দ্রীয় চুক্তি পর্যন্ত তিনি বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ছিলেন। জামান, যিনি এখনও পর্যন্ত তিনটি ফর্ম্যাটে ১৭৭ ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন, এমনকি অস্ট্রেলিয়া এবং জিম্বাবোয়ের বিরুদ্ধেও পাকিস্তান দলে অন্তর্ভুক্ত হননি। সম্প্রতি পিসিবির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন জামান। বলা হচ্ছে, জামানকে এখন এর মূল্য দিতে হয়েছে।
আরও পড়ুন… IPL 2025 Mega Auction: কেএল রাহুল নয়, এই অজি তারকার জন্য RTM কার্ড ব্যবহার করবে LSG- রিপোর্ট
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেলেন এই পাঁচ খেলোয়াড়
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৫ নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৫ নতুন খেলোয়াড় মহম্মদ আব্বাস আফ্রিদি, খুররম শাহজাদ, মহম্মদ আলি, মহম্মদ ইরফান খান এবং উসমান খানকে জায়গা দিয়েছে। একইসঙ্গে ফখর জামানের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক ও উইকেটরক্ষক সাফরাজ আহমেদ, অলরাউন্ডার ইফতেখার আহমেদ ও ইমাম উল হক। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা সাজিদ খান ও নোমান আলির স্পিন জুটি সউদ শাকিলের সঙ্গে সি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। এর আগেও এই তিনজন কেন্দ্রীয় চুক্তির ডি ক্যাটাগরিতে ছিলেন।
আরও পড়ুন… IPL 2025-এ ধোনির খেলা নিশ্চিত! জানলে অবাক হবেন, ধরে রাখার জন্য CSK-র এক নম্বর পছন্দ কে?-রিপোর্ট
PCB কেন্দ্রীয় চুক্তির তালিকা (২০২৪-২৫):-
এ বিভাগ: মহম্মদ রিজওয়ান, বাবর আজ।
বি ক্যাটাগরি: শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, নাসিম শাহ।
সি ক্যাটাগরি: আবরার আহমেদ, হ্যারিস রউফ, আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, নোমান আলি, সাজিদ খান, সউদ শাকিল, সলমন আলি আঘা, শাদাব খান।
ডি ক্যাটাগরি: কামরান গুলাম, আমির জামাল, হাসিবউল্লাহ, খুররম শাহজাদ, মহম্মদ আব্বাস আফ্রিদি, মীর হামজা, মহম্মদ আলি, মহম্মদ ইরফান খান, মহম্মদ হুরায়রা, মহম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান।