শেষ কয়েকদিন ধরেই বারবার জল্পনা তৈরি হয়েছিল পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট সিরিজ সরে যেতে চলেছে। পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সেই সিরিজ নাকি দেশের মাটিতে না করে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহীতে করতে চাইছে পিসিবি, সোশাল এমন জল্পনা ছড়াতেই এবার আসরে নামল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁদের বোর্ড প্রধান মোহসিন নকভি স্পষ্টতই জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিপক্ষে তাঁদের সিরিজ সরিয়ে দেওয়ার কোনও সম্ভাবনাই নেই। দুটি ভেনু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে। বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ এই তিন ম্যাচের সিরিজ।
আরও পড়ুন-বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB…
আসলে আগামী বছরের ফেবরুয়ারিতে পাকিস্তানের মাটিতে রয়েছে বহুকাঙ্খিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বহুবছর পর সেদেশে খেলতে যাবে আইসিসির সদস্য দেশগুলো। তাঁর আগে জোরকদমে প্রস্তুতি চলছে স্টেডিয়াম সংস্কারের। সেই কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচও করাচি থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে করা হয়েছিল। কারণ নির্মান সংস্থার তরফে জানানো হয়েছিল কাজ বন্ধ রাখা হলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে না। আর কাজ চলাকালীন খেলা চললে ক্রিকেটারদের মনসংযোগে তো অভাব হবেই, পাশাপাশি ধুলো উড়লেও ক্রিকেটারদের অসুবিধা হবে। এরপরই করাচি থেকে টেস্ট সরেছিল।
আরও পড়ুন-ভিডিয়ো- ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস…
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জানাচ্ছেন, কোনও টেস্টই দেশের বাইরে যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হবে দুটি ভেনু রাওয়ালপিন্ডি এবং মুলতানে। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামও পরিস্থিতি দেখে জানিয়েছিলেন, যতক্ষণ না তিনি জানতে পারছেন সিরিজ কোন দেশে হবে তিনিও দল বাছতে পারছেন না। সেই জল্পনায় আপাতত জল পড়ল,তা বলাই যায়। বাজ বলেছিলেন, ‘কোথায় খেলা হবে সেটা জানার পরই দল বাছতে পারব, আশা করছি কয়েকদিনের মধ্যেই সেটা জানতে পারব। তারপরই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারব কেমন পরিবেশে কেমন দল গঠন করব আমরা’।
প্রসঙ্গত করাচি থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ রাওয়ালপিন্ডিতে সরিয়ে খুব একটা লাভের লাভ হয়নি পাক বোর্ডের। কারণ দুটি টেস্টেই হারের মুখ দেখতে হয় বাবর আজম, শান মাসুদদের। নিজেদের দেশের চেনা উইকেটই তাঁরা রিড করতে পারেননি, যার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ক্রিকেটাররা।