বাংলা নিউজ > ক্রিকেট > ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল

ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল

ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই আত্মবিশ্বাস জুগিয়েছে, দাবি গিলের। ছবি- পিটিআই।

বছরের শুরুতেই ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

শুভব্রত মুখার্জি:- বর্তমান সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসা শুভমন গিল। ডানহাতি এই ব্যাটার ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে বেশ ভালো পারফরমম্যান্স করছেন। সম্প্রতি দলীপ ট্রফিতেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। ঘরের মাঠে ভারত এই মাসের ১৯ তারিখ থেকে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।

এরপর নভেম্বর মাসে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। এই দুই সিরিজেই ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হতে চলেছেন শুভমন গিল। তাঁর ভালো পারফরম্যান্সের উপর ভারতের জয়, পরাজয় অনেকটাই নির্ভর করবে। এই দুই সিরিজ শুরুর আগে জিও সিনেমার মুখোমুখি হয়েছিলেন তারকা ব্যাটার গিল। সেখানেই তিনি জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স করাটা তাঁকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।

আরও পড়ুন:- Cash Awards For Medallists: প্যারালিম্পিক্স পদকজয়ীদের বিরাট আর্থিক পুরস্কার, রুপোজয়ীদের ৫০ লক্ষ, সোনাজয়ীরা পাবেন কত?

প্রসঙ্গত এই বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। যেখানে ভারতীয় দল হায়দরাবাদে প্রথম টেস্টে হেরে যায়। এর পর দুর্দান্তভাবে কামব্যাক করে ৪-১ ফলে তারা সিরিজ জিতে নেয়। এই সিরিজের শুরুতে ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন না গিল। তবে ধীরে ধীরে ছন্দে ফিরে আসেন তিনি।

আরও পড়ুন:- England Test Squad For PAK Tour: মশা মারতে কামান দাগল ইংল্যান্ড, পাকিস্তান সফরের শক্তিশালী টেস্ট স্কোয়াডে ফিরলেন স্টোকস

শতরান করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস তিনি দলের হয়ে খেলেছিলেন। জিও সিনেমাতে সাক্ষাৎকারে গিল জানিয়েছেন তিনি এর আগে কোনও পাঁচ ম্যাচের সিরিজ খেলেননি। এটাই তাঁর প্রথম সিরিজ ছিল। আর সেই সিরিজেই পারফরম্যান্স করতে পারাটা তাঁকে আলাদাভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে।

আরও পড়ুন:- Rohit Sharma On Brink Of History: বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে মাত্র ১০ রান করলেই ইতিহাস গড়বেন রোহিত

জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'হ্যাঁ, ওই (ইংল্যান্ড) সিরিজটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে। আমরা প্রথম টেস্ট ম্যাচটা হেরে গিয়েছিলাম‌। আমাদের দলের অনেক ক্রিকেটার ওই সিরিজে ছিল না। ফলে আমাদের উপর চাপ ছিল। পিছিয়ে পড়েও সিরিজ জয়ের বাড়তি চাপ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দলের হয়ে পারফরম্যান্স করতে পারাটা আমাকে খুব আত্মবিশ্বাসী করেছে। আমি এর আগে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলিনি। এটাই আমার প্রথম সিরিজ ছিল। ফলে আলাদা একটা অভিজ্ঞতা ছিল। আলাদা চ্যালেঞ্জ ছিল। আমাদের মধ্যে বাড়তি একটা তাগিদ ছিল। প্রথম দুই টেস্টের পরে বেশ কিছুটা সময় বিশ্রাম থাকলেও আমাদের মধ্যে সেই তাগিদের কোন খামতি হয়নি।'

ক্রিকেট খবর

Latest News

শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.