শুভব্রত মুখার্জি:- বর্তমান সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসা শুভমন গিল। ডানহাতি এই ব্যাটার ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে বেশ ভালো পারফরমম্যান্স করছেন। সম্প্রতি দলীপ ট্রফিতেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। ঘরের মাঠে ভারত এই মাসের ১৯ তারিখ থেকে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।
এরপর নভেম্বর মাসে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা। এই দুই সিরিজেই ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হতে চলেছেন শুভমন গিল। তাঁর ভালো পারফরম্যান্সের উপর ভারতের জয়, পরাজয় অনেকটাই নির্ভর করবে। এই দুই সিরিজ শুরুর আগে জিও সিনেমার মুখোমুখি হয়েছিলেন তারকা ব্যাটার গিল। সেখানেই তিনি জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স করাটা তাঁকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।
প্রসঙ্গত এই বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। যেখানে ভারতীয় দল হায়দরাবাদে প্রথম টেস্টে হেরে যায়। এর পর দুর্দান্তভাবে কামব্যাক করে ৪-১ ফলে তারা সিরিজ জিতে নেয়। এই সিরিজের শুরুতে ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন না গিল। তবে ধীরে ধীরে ছন্দে ফিরে আসেন তিনি।
শতরান করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস তিনি দলের হয়ে খেলেছিলেন। জিও সিনেমাতে সাক্ষাৎকারে গিল জানিয়েছেন তিনি এর আগে কোনও পাঁচ ম্যাচের সিরিজ খেলেননি। এটাই তাঁর প্রথম সিরিজ ছিল। আর সেই সিরিজেই পারফরম্যান্স করতে পারাটা তাঁকে আলাদাভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে।
জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'হ্যাঁ, ওই (ইংল্যান্ড) সিরিজটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে। আমরা প্রথম টেস্ট ম্যাচটা হেরে গিয়েছিলাম। আমাদের দলের অনেক ক্রিকেটার ওই সিরিজে ছিল না। ফলে আমাদের উপর চাপ ছিল। পিছিয়ে পড়েও সিরিজ জয়ের বাড়তি চাপ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দলের হয়ে পারফরম্যান্স করতে পারাটা আমাকে খুব আত্মবিশ্বাসী করেছে। আমি এর আগে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলিনি। এটাই আমার প্রথম সিরিজ ছিল। ফলে আলাদা একটা অভিজ্ঞতা ছিল। আলাদা চ্যালেঞ্জ ছিল। আমাদের মধ্যে বাড়তি একটা তাগিদ ছিল। প্রথম দুই টেস্টের পরে বেশ কিছুটা সময় বিশ্রাম থাকলেও আমাদের মধ্যে সেই তাগিদের কোন খামতি হয়নি।'