বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা ভালোই করেছিল তাদের দুই ওপেনার ফিল সল্ট এবং বেন ডাকেট। তবে ছন্দ পতন ঘটে নবম ওভারে। সেট হওয়ার পর আত্মঘাতী রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সল্ট। যাওয়ার আগে ব্যাট হাতে ২৬ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। মেরেছিলেন ৫টি চার এবং ৩টি ছয়। একটা সময় ওডিআই ক্রিকেটে অভিষেক হওয়া হর্ষিত রানাকে পিটিয়ে ছাতু করেন তিনি। এক ওভারের ২৬ রান তোলেন। যদি রান আউটের জন্য সল্টের বেশি দায়ী বেন ডাকেট। তবে এরপরে নিজেও আউট হয়ে যান তিনি। পিছন দিকে দৌড়ে দুরন্ত ক্যাচ ধরেন যশস্বী জসওয়াল। শেষ বিচারে এই আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ সেই একবার যে মোমেন্টাম হারাল ইংল্যান্ড, তারপর আর ফেরত আসতে পারেনি ম্যাচে। সহজেই প্রথম ওডিআই জিতে নেয় ভারত।
দুরন্ত ফিল্ডিং শ্রেয়স আইয়ারের:
ফিল সল্টের রান-আউটের পিছনে অন্যতম কৃতিত্ব রয়েছে শ্রেয়স আইয়ারের। দুরন্ত ফিল্ডিং করেন তিনি। নিজের ফিটনেসের পরিচয় দেন। ঘটনাটি ঘটেছিল নবম ওভারে। উইকেট পড়ছে না দেখে অধিনায়ক রোহিত শর্মা বোলিং পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। বল দেন হার্দিক পান্ডিয়াকে। ওভারের পঞ্চম বলে কাঙ্খিত উইকেটটি আসে ভারতের ঝুলিতে। হার্দিকের লেন্থ বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে দৌড়ান সল্ট। দুই রান নেওয়ার পর তৃতীয় রান নেওয়ার চেষ্টা করেন তিনি। বলের পেছনে ধাওয়া করে বাউন্ডারি লাইনের ঠিক আগে ধরে ফেলেন শ্রেয়স। ছুড়ে দেন উইকেটকিপারকে লক্ষ্য করে। সেই সময় তৃতীয় রান নেওয়ার জন্য অনেকটা দৌড়ে গেছিলেন সল্ট। কিন্তু আচমকাই নন স্ট্রাইকার এন্ডে ডায়েট রান নিতে না করেন। সেই সময় আর ফেরার সুযোগ ছিল না সল্টের কাছে। ফল স্বরূপ প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
অসাধারণ ক্যাচ ধরলেন যশস্বী জসওয়াল:
এর ঠিক পরের ওভারেই আউট হয়ে যান বেন ডাকেট। হর্ষিত রানার বলে শট খেলতে গিয়ে আউট হন তিনি। বল হাওয়ায় উঠে গেছে দেখে পিছনের দিকে দৌড়ায় যশস্বী। শরীর শূন্যে ছুড়ে দিয়ে অসাধারণ ক্যাচ ধরেন তিনি। এটি হর্ষিতের প্রথম ওডিআই উইকেট ছিল। ওই ওভারের আরও একটি উইকেট নেন হর্ষিত। এরপর ধীরে ধীরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। ৪৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে ইংল্যান্ড। ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স ভারতের বোলারদের। জবাবে মাত্র ছয় উইকেট হারিয়েই রান তুলে নেয় ভারত। ম্যান অফ দ্য ম্যাচ হন শুভমন গিল। উল্লেখযোগ্য যোগদান থাকে অক্ষর প্যাটেল ও শ্রেয়স আইয়ারের।