শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একেবারে নবতম সংযোজন পাপুয়া নিউ গিনি। টি-২০ ফর্ম্যাটে তারা ধীরে ধীরে তাদের পারফরম্যান্স দিয়ে নজর কাড়া শুরু করেছে। সামনেই রয়েছে টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই পাপুয়া নিউগিনি তাদের যে কোচিং প্যানেলে ছিল তাতে শক্তি সঞ্চার করল।আসন্ন টি-২০ বিশ্বকাপে নামার আগেই নিজেদের কোচিং স্টাফকে আরো বেশি মজবুত করল পাপুয়া নিউগিনি। একটি বিশেষ পদে বা বলা যায় স্পেশালিস্ট কোচ হিসেবে বিশ্বকাপে দেশটির হয়ে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ ফিল সিমন্স।
আরও পড়ুন-রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই!
সোমবার ক্রিকেট পাপুয়া নিউ গিনি একটি বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে স্থানীয় পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে সিমন্সের জ্ঞান অগাধ । তাঁর অভিজ্ঞতা ও রয়েছে প্রচুর। আর সেই জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে নিয়োগ করা হয়েছে।দলে সিমন্সকে 'বিশেষজ্ঞ কোচ' হিসেবে নিয়োগ করেছে তারা। স্থানীয় পরিবেশ , পরিস্থিতি মাথায় রেখে বিশ্বকাপে দলের পরিকল্পনা সাজাতে,বড় দলগুলোর বিরুদ্ধে লড়াইতে পাপুয়া নিউগিনিকে প্রস্তুত করতেই দলের প্রধান কোচ তাতেন্ডা টাইবুর সহযোগী হিসেবে সিমন্সকে নিয়োগ করা হয়েছে। বিশ্বকাপের সময়ে টাইবুকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সিমন্স।
আরও পড়ুন-জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর
প্রসঙ্গত ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।সেবার ভারতের মাটিতে হয়েছিল বিশ্বকাপ। ক্যারিবিয়ানদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ী দলের প্রধান কোচ ছিলেন সিমন্স। ২০২২ সালেও ক্যারিবিয়ানদের কোচ ছিলেন তিনি।তবে সেবার তারা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল।এরপর তিনি পদত্যাগ করেছিলেন।এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ত্রিনবাগো নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও করাচি কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।এছাড়াও জিম্বাবোয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন-বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার
আসন্ন টি-২০ বিশ্বকাপে গায়ানায় আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে পাপুয়া নিউ গিনির। ‘সি’ গ্রুপে রয়েছে তারা। এছাড়াও রয়েছে উগান্ডা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।