শুভব্রত মুখার্জি: গোটা বিশ্ব জুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে দীর্ঘ দিন ধরেই উদ্যোগী বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আর সেই লক্ষ্যেই তারা আসন্ন টি-২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্রেও আয়োজন করছে। আমেরিকাতে সেই লক্ষ্যে নিউ ইয়র্কে গড়ে তোলা হচ্ছে সুবিশাল ক্রিকেট স্টেডিয়াম। এমন কী ভারত বনাম পাকিস্তানের মতন হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচেরও আয়োজনের দায়িত্ব দেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। এই ম্যাচ আয়োজন করা হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। সেই উপলক্ষে পুরোদমে চলছে স্টেডিয়াম গড়ার কাজ। হাতে নেই আর বেশি সময়ও। এমন আবহেই আইসিসির মুকুটে যুক্ত হল নয়া পালক। নিউ ইয়র্কে শুরু হয়েছে পিচ 'ইনস্টলেশন' অর্থাৎ পিচ বসানোর কাজ।
আরও পড়ুন: নেতৃত্ব ফিরে পেয়েই ICC T20I Rankings-এ বড় লাফ দিলেন বাবর, সূর্য ধরে রাখলেন এক নম্বর জায়গা
আইসিসির তরফে নিউ ইয়র্কে 'ড্রপ ইন' পিচ বসানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়। সেই মত শুরু হয়েছে কাজ। জানা গিয়েছে মোট ১০টি পিচকে সফল ভাবে নিউ ইয়র্কে উড়িয়ে আনা সম্ভব হয়েছে। এই পিচগুলোই এবার ধীরে ধীরে বসানো হবে নিউ ইয়র্কে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বসানো হবে এই পিচগুলো। কোনওটায় খেলা হবে ম্যাচ। আর কোনও কোনও পিচ ব্যবহার করা হবে অনুশীলনের জন্য। আগামী ১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। নিউইয়র্কের এই নয়া স্টেডিয়ামে প্রথম ম্যাচ রয়েছে ৩ জুন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। তার আগেই মাঠ সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলেই আশ্বাস দিয়েছেন আইসিসির কর্তা ব্যক্তিরা।
প্রসঙ্গত গত বছর থেকেই এই ড্রপ ইন পিচগুলো তৈরির কাজ শুরু করেছিল আইসিসি। কাজ চলছিল ফ্লোরিডায়। এই পিচ তৈরির দায়িত্বে ছিল অ্যাডিলেড ওভাল টার্ফ সলিউশন। সম্প্রতি এই পিচ তৈরির কাজ শেষ হয়েছে। সেই পিচগুলো নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে। সেখানেই এই পিচগুলো এবার বসানোর কাজ শুরু করেছে আইসিসি। অ্যাডিলেড ওভালের হেড পিচ প্রস্তুতকারক ড্যামিয়েন হাউ নিজে উপস্থিত রয়েছেন নিউ ইয়র্কে। তিনি নিজে উপস্থিত থেকে পিচ বসানোর কাজে তদারকি করছেন। ২০টি সেমি ট্রলার ট্রাক ব্যবহার করে এই দশটি পিচ আইসিসি নিয়ে এসেছে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে। পিচ পরিবহনে কোনও সমস্যা হয়নি বলেই জানিয়েছেন হাউ। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মোট আটটি ম্যাচের আয়োজন করবে আইসিসি। এই ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার। হাউ জানিয়েছেন, এই দশটি পিচ সঠিক ভাবে নিউ ইয়র্কে পৌঁছানোয় তারা খুব খুশি। মোট ২০টি দল, যারা বিশ্বকাপে খেলবে, তাদের ন'টি দল খেলবে নিউ ইয়র্কের ভেন্যুতে। ৯ জুন এই স্টেডিয়ামেই খেলা হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আয়োজক আমেরিকা, প্রতিবেশী কানাডা, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং বাংলাদেশ খেলবে এই ভেন্যুতে।