ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি মরশুমেই নতুন নতুন সব নিয়ম আসে। যা নিয়ে প্রচুর চর্চাও হয়। আইপিএল ২০২৫-এও কিছু নতুন নতুন নিয়ম আনা হয়েছে। যা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সব দলই এই নিয়ম মেনে তার প্রয়োগও করেছে। আর এই নিয়ম মূলত খেলোয়াড়দের প্রতিস্থাপনের সঙ্গে সম্পর্কিত। আইপিএল ২০২৫ শুরু হওয়ার ঠিক আগে, বিভিন্ন দলই পরিবর্ত প্লেয়ার অন্তর্ভুক্ত করছে। কলকাতা নাইট রাইডার্সের পেসার উমরান মালিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে চেতন সাকারিয়াকে।
পিএসএল ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্টবোলার কোরবিন বোশও। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পিএসএল টিমের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে বোশকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। স্বাভাবিক ভাবেই প্লেয়ার পরিবর্তন করার নিয়মগুলি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাইহোক আইপিএল শুরুর আগে জেনে নিন, টুর্নামেন্টের আগে পরিবর্তিত প্লেয়াররা কী ভাবে দলে এন্ট্রি পাচ্ছেন, আইপিএলের প্রতিস্থাপনের নিয়মগুলিই বা কী কী:
আরও পড়ুন: বয়স বাড়লেও মেজাজ বদলায়নি, মাস্টার্স লিগের ফাইনালে তুমুল ঝামেলা যুবরাজও উইন্ডিজ তারকার- ভিডিয়ো
আইপিএলে প্রতিস্থাপনের নিয়মগুলি কী কী
পরিবর্ত প্লেয়ারদের ব্যাপারে বিসিসিআই স্পষ্ট নিয়ম করে দিয়েছে। যদি কোনও খেলোয়াড় মরশুমের শেষের দিকে চোট বা অসুস্থতায় ভোগেন, তাহলে দল তাঁর বদলে নতুন খেলোয়াড় নিতে পারবে। এই নিয়ম মরশুম শুরুর আগে এবং মরশুম চলাকালীন- উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। ২০২৫ সালের নিয়ম অনুসারে, প্রথম ১২টি লিগের ম্যাচে খেলোয়াড় পরিবর্তন করা যেতে পারে। আগে এই সুবিধা ছিল শুধুমাত্র সাত নম্বর ম্যাচ পর্যন্ত।
আরও পড়ুন: IPL 2025-এ খেলার সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র
খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে দু'টি শর্ত রয়েছে। প্রথমটি হল যে, বদলি প্লেয়ারটিকে বিসিসিআই-এর তৈরি করে দেওয়া প্লেয়ার পুল থেকেই নিতে হবে। এই প্লেয়ার পুল বিসিসিআই তৈরি করেছে অবিক্রিত প্লেয়ারদের নিয়ে। দ্বিতীয় শর্ত হল, বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক যে খেলোয়াড়ের জায়গায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাঁর পারিশ্রমিকের বেশি হতে পারবে না।
বেতন ক্যাপ এবং চুক্তি
বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, বদলি খেলোয়াড়দের পারিশ্রমিক চলতি মরশুমে দলের বেতনের ক্যাপে যোগ করা হয় না। তবে, তাঁর চুক্তি পরবর্তী মরশুমের জন্য বাড়ানো হলে, তাঁর পারিশ্রমিক তখন বেতনের ক্যাপে যোগ করা হবে। দলগুলোকে স্কোয়াডের নিয়ম অনুসরণ করতে হবে এবং খেলোয়াড়ের সংখ্যা নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। যদি বদলি খেলোয়াড়ের চুক্তি পরবর্তী মরশুমের জন্য বাড়ানো হয়, তাহলে তাঁকে স্কোয়াডের অন্য সদস্যদের মতোই বিবেচনা করা হবে।