খেলোয়াড়, ক্যাপ্টেন, মেন্টর নন; গৌতম গম্ভীর যে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফ্যানদের কাছে একটা আবেগ, আবারও সেই প্রমাণ মিলল। যে মানুষটার হাত ধরে আইপিএলের দুনিয়ায় সত্যিকারের ‘নাইট’ হয়ে উঠেছে কেকেআর, সেই মানুষটাকে কোনওদিন ছাড়তে চান না তাঁরা। পেশাদারিত্বের গণ্ডি ছাপিয়ে সেই চাওয়া-পাওয়ার মধ্যে একটা জিনিসই থাকে, সেটা হল আবেগ। আর সেই আবেগ যে কতটা, সেটা শুক্রবার একেবারে চোখের সামনে দেখলেন গম্ভীর। তিনি যাতে চিরকাল কেকেআরে থাকেন, সেই আর্জি জানানোর সময় কেঁদে ফেললেন এক কেকেআর সমর্থক। ‘তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না’ গানটা উৎসর্গ করে ওই কেকেআর ফ্যান বললেন, ‘আপনি আর আমাদের ছেড়ে যাবেন না। আপনি চলে যাওয়ায় আমার এত কষ্ট হয়েছে যে আমি বলে বোঝাতে পারব না।’
আরও পড়ুন: যে কাজগুলো করেছি তা করা উচিত হয়নি: IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর
আর যে অনুষ্ঠানে ওই কেকেআর ফ্যান নিজের আবেগে গম্ভীরকেও ভাসিয়ে দেন, সেটা একেবারে নাইট মেন্টর স্পেশালই অনুষ্ঠান ছিল। কেকেআর ফ্যানদের সঙ্গে দেখা করেন গম্ভীর। কেকেআর ফ্যানদের সঙ্গে দেখা করেন ‘ক্যাপ্টেন’। তাঁদের প্রশ্নের উত্তর দেন। সেটা যতটা না বেশি প্রশ্নের উত্তর দেওয়ার পর্ব ছিল, তার থেকে বেশি ছিল কেকেআর ফ্যানদের আবেগকে স্যালুট জানানোর পর্ব। গম্ভীরকে ফিরে পেয়ে তাঁরা যে কতটা খুশি, তা যেন ভাষায় প্রকাশ করতে পারছিলেন না কেকেআর ফ্যানরা। ধরে আসছিল তাঁদের গলা।
আরও পড়ুন: ভিডিয়ো: রাহুলের পাশে দাঁড়ালেন গম্ভীর, শাহরুখের প্রশংসা করে গোয়েঙ্কাকে শিক্ষা দিলেন KKR মেন্টর
তারইমধ্যে এক কেকেআর ফ্যান কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমি আপনার অন্যতম বড় ফ্যান। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি আর আমাদের ছেড়ে যাবেন না। আপনি চলে যাওয়ায় আমার এত কষ্ট হয়েছে যে আমি বলে বোঝাতে পারব না। আমি একটি বাংলা গানের কথা আপনাকে বলতে চাই - তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাব না। আপনি আমার হৃদয়ে আছেন। আমাদের ছেড়ে কখনও যাবেন না। আমাদের কষ্ট দেবেন না স্যার। আমরা আপনাকে কখনও ছাড়তে চাই না। প্লিজ, প্লিজ।’
তিনি যখন কথাগুলো বলছিলেন, তখন হয়ত ‘তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না’ গানটার পুরো অর্থটা জানতেন না গম্ভীর। কিন্তু ওই কেকেআর ফ্যানের প্রতিটি কথায়, প্রতিটি শব্দে এতটাই আবেগ লেপ্টে ছিল যে গম্ভীর নিশ্চয়ই গানটার অর্থ বুঝতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন তাঁকে নিয়ে কেকেআর ফ্যানদের আবেগ কতটা। যিনি নিজেও আবেগে ভেসে যান। আর এটা তো নিশ্চিতভাবে বুঝে গিয়েছেন, কেকেআর ফ্যানরা মনে করেন যে ‘গম্ভীর স্রিফ মেন্টর নেহি, ও হামারা ইমোশন হ্যা।’