ভারতের তরুণ ফাস্ট বোলার হর্ষিত রানার দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়ায় অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দুই দিনের গোলাপি বলের অনুশীলন ম্যাচের প্রথম দিনটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এর পরে দ্বিতীয় দিনে ৫০ ওভারের একটি ম্যাচ খেলা হয়েছিল। তবে বৃষ্টির কারণে ওভার আবার কমিয়ে ৪৬ ওভারের করা হয়েছিল। একই ম্যাচে, হর্ষিত প্রথম চার ওভারে খারাপভাবে পরাজিত হয়েছিল। কিন্তু তারপরে একটি আশ্চর্যজনক প্রত্যাবর্তন করেছিলেন হর্ষিত রানা। মাত্র ছয় বলের ব্যবধানে চার উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন… ICC-তে শুরু হল জয় শাহের নতুন রাজত্ব! মাত্র ৩৬ বছর বয়সে নিলেন সভাপতির দায়িত্ব
চার উইকেট নেন হর্ষিত রানা
এদিন বোলিংয়ের শুরুটা ভালো ছিল না হর্ষিতের এবং তিনি তার প্রথম চার ওভারে ৩৫ রান খরচ করেন। ক্রমাগত রান খরচ করার মাঝেই পঞ্চম ওভারে দারুণ প্রত্যাবর্তন করেন হর্ষিত রানা। ব্যাক-অফ-লেংথ বলে বাঁ-হাতি ব্যাটসম্যান জ্যাক ক্লেটনকে ক্লিন বোলিং করে প্রথম উইকেট পান হর্ষিত রানা। একই ওভারের শেষ বলে নতুন ব্যাটসম্যান অলিভার ডেভিসকেও ক্লিন বোল্ড করেন হর্ষিত রানা।
আরও পড়ুন… অপেক্ষার অবসান, অভিনব উপায়ে পুত্র সন্তানের নাম জানালেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা
মিডল ও লেগ স্টাম্পের লাইনে বোল্ড করা পুরো বলটা ডেভিস বুঝতে পারেননি এবং বল সোজা গিয়ে উইকেটে লাগে। পরের ওভারের প্রথম বলেই আবার উইকেট পান তিনি। জ্যাক এডওয়ার্ডস একটি শর্ট পিচ বল টেনে নেন যা ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা প্রসিধ কৃষ্ণার হাতে চলে যায়। এক বল পর আবারও উইকেট নেন হর্ষিত রানা। একই জায়গায় কৃষ্ণার হাতে লেগ স্টাম্পের বল ক্যাচ দেন স্যাম হার্পারও।
দেখুন হর্ষিত রানার বোলিং-
আরও পড়ুন… WBBL 2024 Final: হেইলির অলরাউন্ড পারফরমেন্স, প্রথমবার চ্যাম্পিয়ন মেলবোর্ন, ৭ রানে হারল ব্রিসবেন
অস্ট্রেলিয়ায় হর্ষিতের অভিষেক
পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয় ২২ বছর বয়সি হর্ষিতের। এটাই ছিল তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেন তিনি। হর্ষিতের গতির পাশাপাশি লাইন এবং দৈর্ঘ্যের উপর নিয়ন্ত্রণ জায়ান্টদের মুগ্ধ করেছে। তিনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন এবং বর্তমান সফরে ভারতের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। হর্ষিত রানা কেরিয়ারে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এবং ৪৭টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট এবং এক ম্যাচে ১০ উইকেটও নিয়েছেন তিনি।
এদিনের ম্যাচের প্রথম ইনিংসটি কেমন হয়েছিল-
টস জিত প্রথম বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। বৃষ্টির কারণে খেলাটি ৫০ এর বদলে ৪৬ ওভারের করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভার ১০ উইকেট হারিয়ে প্রধানমন্ত্রী একাদশ ২৪০ রান তোলে। অজি ওপেনার স্যাম কনস্টাস ৯৭ বলে ১০৭ রান করে। এই ম্যাচে ১৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। হর্ষিত রানা চার উইকেট ও আকাশদীপ দুটি উইকেট শিকার করেন। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা,ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন।