Rohit sharma punches Sarfaraz Khan Viral Video: ক্যানবেরায় টিম ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী একাদশ মধ্যে পিঙ্ক বলের দু দিনের অনুশীলন ম্যাচ খেলা হচ্ছে। যেখানে উইকেটের পিছনে গ্লাভসের দায়িত্বে একটা সময়ে সরফরাজ খানকে দেখা গিয়েছিল। আসলে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত উইকেটের পিছে ছিলেন তবে একটা সময়ে তাঁর বদলে ভারতীয় দলের উইকেটের পিছনে তরুণ ক্রিকেটার সরফরাজ খানকে দেখা গিয়েছিল।
এই ম্যাচ চলাকালীন সরফরাজ খানের উইকেট কিপিংয়ের অভিজ্ঞতার অভাবটা স্পষ্টতই প্রকাশ পাচ্ছিল। এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মাও মাঝে মাঝে সরফরাজ খানের উপর রেগে যাচ্ছিলেন। আসলে সরফরাজ খান একটি সহজ বল ধরতে না পারেননি এবং এরপরেই বিরক্তি প্রকাশ করেন রোহিত শর্মা। এই মুহূর্তের কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। যেটিতে, সরফরাজ সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার পরে, রোহিত শর্মাকে মজা করে হলেও তাকে পিঠে ঘুষি মারতে দেখা যায়।
আরও পড়ুন… PMXI vs IND: ৬ বলে চার উইকেট! হর্ষিতের আগুনের বোলিংয়ের সামনে ধ্বংস হয়ে গেল অজি ব্যাটিং লাইনআপ
হাস্যকর এই ঘটনাটি দেখা গেছে হর্ষিত রানার ওভারে-
ভারতীয় বোলিংয়ের সময় এই হাস্যকর ঘটনা দেখা গেছে। দলের হয়ে ইনিংসের ২৩তম ওভার করছিলেন ফাস্ট বোলার হর্ষিত রানা। ওভারের চতুর্থ বলে দ্রুত গতিতে বাউন্সার দেন তিনি। যেখানে প্রতিপক্ষের ব্যাটসম্যান অলিভার ডেভিস বিষয়টি বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। শুধু ডেভিস নয়, উইকেটের পিছনে পোস্ট করা সরফরাজ খানও এখানে ভুল করেছেন। বল থামিয়ে দিলেও প্রথম চেষ্টায় ধরতে পারেননি তিনি। এ সময় দ্বিতীয় চেষ্টায় তিনি মাটি থেকে বল তুলে নেন। তারপর সরফরাজ খানের পিঠে মজার ভঙ্গিতে ঘুষি মারতে থাকেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এই ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।
দেখুন সেই ছবি-
আরও পড়ুন… ICC-তে শুরু হল জয় শাহের নতুন রাজত্ব! মাত্র ৩৬ বছর বয়সে নিলেন সভাপতির দায়িত্ব
৪৩.২ ওভারে ক্যাঙ্গারু দল ভেঙে পড়ে
ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রধামন্ত্রী একাদশ দল ৪৩.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ২৪০ রান তুলে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইনিংস শুরু করে, স্যাম কনস্ট্যান্স (১০৭) সেঞ্চুরি করতে সক্ষম হন। তিনি ছাড়াও নবম স্থানে ব্যাট করা হ্যানো জ্যাকবস ৬০ বলে ৬১ রানের অবদান রাখেন।
আরও পড়ুন… অপেক্ষার অবসান, অভিনব উপায়ে পুত্র সন্তানের নাম জানালেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা
৪ উইকেট নেন হর্ষিত রানা
ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন হর্ষিত রানা। যিনি ছয় ওভারে ৪৪ রান খরচ করে সর্বোচ্চ চারটি সাফল্য পান। এছাড়া আকাশ দীপ দুটি এবং মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেছেন।