বুধবার প্রোভিডেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে তিন উইকেটে জয় পেল উগান্ডা। এদিনের ম্যাচে টস জিতে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা তাদের প্রথম জয়ের দিকে তাকিয়ে ছিল। টুর্নামেন্টে তাদের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৫ রানে হারার পর ঘুরে দাঁড়াতে চেয়েছিল উগান্ডা।
এদিকে পাপুয়া নিউ গিনিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রথম খেলায় হেরেছিল কিন্তু সহ-আয়োজকদের বিরুদ্ধে একটি প্রতিশ্রুতিশীল পারফরম্যান্স করেছিল তারা। তবে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে তিন উইকেটে হারিয়ে দেয় উগান্ডা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রিয়াজাত আলি শাহ।
আরও পড়ুন… T20 WC 2024 IND vs IRE: টস থেকে পিচ, হারের কারণ ব্যাখ্যা করলেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং
দুরন্ত খেললেন ফ্র্যাঙ্ক এনসুবুগা-
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৭৭ রানের মধ্যেই অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি দল। এই লক্ষ্য ১৮.২ ওভারে তুলে দেয় উগান্ডা। চার ওভার বল করে ২টি মেডেন, চার রান এবং ২ উইকেট শিকার করেন উগান্ডার ৪৩ বছর বয়সি ফ্র্যাঙ্ক এনসুবুগা। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম ম্যাচে এই জাদুকরী স্পেলটি করেছিলেন এই বাঁহাতি স্পিনার। তার চমৎকার বোলিংয়ে উগান্ডা ৩ উইকেটে ম্যাচ জিততে সফল হয়।
৪৩ বছর বয়সি ফ্র্যাঙ্ক এনসুবুগা টি-টোয়েন্টি বিশ্বকাপে তার স্পেল দিয়ে ইতিহাস তৈরি করেছেন। চার ওভারের কোটা পূর্ণ করা বোলারদের তালিকায় সবচেয়ে কম রান দেওয়া বোলার হয়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া। নরকিয়া সেই ম্যাচে মাত্র সাত রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। কিন্তু এখন কয়েক দিনের মধ্যেই তার রেকর্ড ভেঙেছেন ফ্র্যাঙ্ক এনসুবুগা। এদিকে পাপুয়া নিউ গিনির হয়ে সর্বোচ্চ রান করেন হিরি হিরি। ১৯ বলে ১৫ রান করেন তিনি।
আরও পড়ুন… T20 WC 2024 IND vs IRE: রোহিত-বিরাটদের বিশেষ ক্লাবে জায়গা করলেন ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ
পাপুয়া নিউ গিনির দেওয়া ৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উগান্ডারও শুরুটা বালো হয়নি। মাত্র ৬ রানের মধ্যেই তারা তাদের তিন উইকেট হারিয়েছিল। এরপরে ম্যাচের হাল ধরেন উগান্ডার রিয়াজাত আলি শাহ। ৫৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ১৬ বলে ১৩ রানের ইনিংস খেলেন জুমা মিয়াগি। এছাড়া বলার মতো কেউই রান করতে পারেনি. তবে শেষ পর্যন্ত উগান্ডাকে জয়ের পথ দেখান কেনেথ উইসওয়া। ১৬ বলে সাত রান করে অপরাজিত থাকেন তিনি।
গ্রুপের কী অবস্থা-
এই জয়ের ফলে গ্রুপ সি-তে তিন নম্বরে উঠে এসেছে উগান্ডা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পরেই রয়েছে তারা। অন্যদিকে পাপুয়া নিউ গিনি এই গ্রুপে সকলের শেষে রয়েছে। এখনও অভিযান শুরু করেনি নিউজিল্যান্ড।