চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি কেন কোনও পোস্ট করেননি? তা নিয়ে অনেকেই হা-হুতাশ করছিলেন। ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রফির সঙ্গে ছবি পোস্ট করেন। ফ্যানদের সঙ্গে ভাগ করে নেন সেলিব্রেশনের ছবি। কিন্তু বিরাট সেই পথে হাঁটেননি। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে বিরাটের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনও পোস্ট নেই। ভারতের জয়ের পর থেকে যে কয়েকটি পোস্ট ভেসে উঠেছে বিরাটের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, সেগুলি বিজ্ঞাপন সংক্রান্ত। তাতে ফ্যানেদের কেউ-কেউ কিছুটা হতাশ হলেও বিরাট স্পষ্টভাবে জানালেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য তাঁর যতটা আনন্দ হয়েছে, যতটা গর্ব হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ছবি পোস্ট করলেই আরও বেড়ে যাবে, তা মোটেও নয়। আবার তিনি সোশ্য়াল মিডিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ছবি পোস্ট করলেই তাঁদের দুটি ট্রফি ধরিয়ে দেওয়া হবে না। সেই পরিস্থিতিতে তিনি সচেতনভাবেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন বলে জানিয়েছেন বিরাট।
আর বিরাট সেইসব কথা জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে। আইপিএলের আগে বেঙ্গালুরুতে পৌঁছানোর পরে ওই অনুষ্ঠানে ভারতীয় তারকা জানান, ভালো কাজে প্রযুক্তিকে লাগানোর ক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর খেলাকে ভালো করে তুলবে, এমন কাজে প্রযুক্তিকে ব্যবহার করেন। কিন্তু কোনও কারণ ছাড়াই প্রযুক্তি ব্যবহার করার বিষয়টা বিপজ্জনক হতে পারে।
ভাগ্যিস, ছোটবেলায় পকেটে মোবাইল থাকত না, হাসি বিরাটের
বিরাটের কথায়, ‘কোনও লক্ষ্যপূরণের জন্য যখন প্রযুক্তি ব্যবহার করা হয় না, তখন সেটা মারাত্মকভাবে ফোকাস নড়িয়ে দিতে পারে। যে ব্যাপারটা আমি নিজের খেলোয়াড় জীবনে প্রবলভাবে অনুভব করেছি। কারণ আমি বিষয়টার মধ্যে বেশ অনেকটা সময় ছিলাম। ভাগ্যবশত আমি এমন একটা জন্মেছি, যখন আমার পকেটে এই জিনিসটা (মোবাইল) ছিল না (হাসি)। তাই সেটা ব্যবহার না করার ব্যাপারটা আমার কাছে বেশ সহজ।’
আরও পড়ুন: ‘কী খেয়েছি? এসব বিষয় আলোচনা না করে ক্রিকেট নিয়ে কথা বলুন’ কাকে তুলোধনা করলেন বিরাট কোহলি?
সোশ্যাল মিডিয়া এনার্জি খেয়ে নিচ্ছে, অনুভব বিরাটের!
ভারতীয় তারকা আরও বলেন, ‘আমি আজকাল (সোশ্যাল মিডিয়ায়) খুব বেশি পোস্ট করি না। অনেক মানুষ সেই বিষয়ে খুশি নন (হাসি)। কিন্তু আমি সচেতনভাবে সেই কাজটা করার চেষ্টা করেছি। কারণ সোশ্যাল মিডিয়া ব্যাপারটার সঙ্গে খাপ খাইয়ে চলাটা আমার কাছে বড্ড চাপের বলে মনে হয়েছিল। আমার মনে হয়েছিল যে (সোশ্যাল মিডিয়া) আমার অনেকটা এনার্জি খেয়ে নিচ্ছে, যেটা আমি আমার খেলা, পরিবার ও আমার চারপাশে থাকা মানুষদের দিতে পারছি না। আমি সেই সময়টা নষ্ট করতে পারি না।’
আরও পড়ুন: T20I-তে ফিরবেন? অলিম্পিক্সে ১টা ম্যাচ খেলে পদক নিয়ে পালিয়ে আসব, মজা বিরাটের
‘আমি CT জয়ের ছবি পোস্ট করলেই কেউ ২টি ট্রফি দিয়ে যাবে না’
সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, সেটার বিষয়ে (সোশ্যাল মিডিয়ায়) পোস্ট করলে আমার মনে সেই জয়টার আনন্দ মোটেও বেড়ে যাবে না। ওঁরা সকলেই জানেন না যে আমরা ট্রফি জিতেছি। আমি (সোশ্যাল মিডিয়ায়) ওই জয়ের বিষয়ে পোস্ট করলেই আমাদের দুটি ট্রফি দিয়ে দেবে না। বাস্তবটা একই থাকবে (হাসি)।’
আরও পড়ুন: IND vs ENG Test: রোহিত শর্মার টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যৎ কী? সবটাই কি গম্ভীরের ওপর নির্ভর করবে?
কিন্তু তারপরও তাঁর অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন সংক্রান্ত জিনিসপত্র কেন পোস্ট করা হয়, তারও ব্যাখ্যা দিয়েছেন বিরাট। তিনি জানিয়েছেন, বিজ্ঞাপন সংক্রান্ত যে পোস্ট দেখা যায়, সেগুলির চুক্তি সব করেছিলেন অতীতে। এই বয়সে এসে তাঁর দৃষ্টিভঙ্গি পালটে গিয়েছে বলে দাবি করেন বিরাট।