গলের ঘূর্ণি বাইশগজে জয়সূর্য-নিশানের স্পিন জুটির সামনে ঠুকঠুক করে টিকে থাকা যে সম্ভব নয়, সেটা বুঝতে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের ব্যাটারদের। প্রথম ইনিংসের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে আক্রমণকেই রক্ষণের হাতিয়ার করে তোলেন ডেভন কনওয়ে, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপসরা। তবে তা সত্ত্বেও দু'দফায় ব্যাট করে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান টপকানো সম্ভব হয়নি কিউয়িদের পক্ষে।
ফলে গলের দ্বিতীয় টেস্টে ইনিংস হারের লজ্জা এড়াতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। এক ইনিংস ও ১৫৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। সেই সঙ্গে দুই টেস্টের সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দ্বীপরাষ্ট্র।
গলের দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৬০২ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। কামিন্দু মেন্ডিস ১৮২ রানে অপরাজিত থাকেন। ২৫০ বলের ইনিংসে তিনি ১৬টি চার ও ৪টি ছক্কা মারেন। ২০৮ বলে ১১৬ রানের লড়াকু ইনিংস খেলেন দীনেশ চণ্ডীমল। তিনি ১৫টি চার মারেন। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন গ্লেন ফিলিপস।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় মাত্র ৮৮ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৫১৪ রানের বিশাল লিড পেয়ে যায় শ্রীলঙ্কা। মিচেল স্যান্টনার দলের হয়ে সব থেকে বেশি ২৯ রান করেন। শ্রীলঙ্কার হয়ে প্রবথ জয়সূর্য প্রথম ইনিংসে ৪২ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন শ্রীলঙ্কার নিশান।
ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ১৯৯ রান তুলে। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ৩৬০ রানে।
ডেভন কনওয়ে ৬১, কেন উইলিয়ামসন ৪৬, টম ব্লান্ডেল ৬০, গ্লেন ফিলিপস ৭৮, মিচেল স্যান্টনার ৬৭ ও আজাজ প্যাটেল ২২ রান করেন। ১০ রানের যোগদান রাখেন ক্যাপ্টেন টিম সাউদি। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে ১৭০ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন নিশান। ১৩৯ রানে ৩টি উইকেট নেন প্রবথ জয়সূর্য। অর্থাৎ, শ্রীলঙ্কার দুই স্পিনার দুই ইনিংস মিলিয়ে ৯টি করে উইকেট সংগ্রহ করেন।
১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কামিন্দু মেন্ডিস। দুই টেস্টে সাকুল্যে ১৮টি উইকেট সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন প্রবথ জয়সূর্য। উল্লেখ্য, জয়সূর্য দ্বিতীয় টেস্টের মতো সিরিজের প্রথম টেস্টেও দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট দখল করেন।