চলতি বিজয় হাজারে ট্রফিতে থামানো যাচ্ছে না প্রভসিমরন সিংকে। ব্যাট হাতে একের পর এক ম্যাচে ঝড় তুলছেন অভিষেক শর্মাও। সুযোগ পেয়েই বড় রানের ইনিংস খেললেন কেকেআরের রমনদীপ সিংও।
এবারের বিজয় হাজারে ট্রফিতে টানা তিন ম্যাচে শতরান করেন প্রভসিমরন সিং। মুম্বইয়ের বিরুদ্ধে ১০১ বলে ১৫০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন প্রভসিমরন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৯৫ বলে ১২৫ রান করে আউট হন তিনি। এবার হায়দরাবাদের বিরুদ্ধে মারকাটারি শতরান করেন প্রভসিমরন।
অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে ৫৪ বলে ৬৬ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। সৌরাষ্ট্রের বিরুদ্ধে নিশ্চিত দ্বিশতরান হাতছাড়া করেন তিনি। ৯৬ বলে ১৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিজ ছাড়েন অভিষেক। এবার হায়দরাবাদের বিরুদ্ধে শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় অভিষেককে।
শুক্রবার আমদাবাদে বিজয় হাজারে ট্রফির সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব ও হায়দরাবাদ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। দুই ওপেনার অভিষেক ও প্রভসিমরন ১৯৬ রানের পার্টনারশিপ গড়েন। শেষমেশ পঞ্জাব নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ঝোড়ো শতরান প্রভসিমরন সিংয়ের
প্রভসিমরন সিং ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৮৩ বলে। সাহায্য নেন ১৬টি চার ও ১টি ছক্কার। শেষমেশ ২০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৫ বলে ১৩৭ রান করে আউট হন প্রভসিমরন।
শতরান হাতছাড়া অভিষেক শর্মার
অভিষেক শর্মা ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৭২ বলে ৯৩ রান করে আউট হয়ে বসেন। মাত্র ৭ রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া হয় তাঁর।
মারকাটারি হাফ-সেঞ্চুরি রমনদীপ সিংয়ের
তিন নম্বরে ব্যাট করতে নেমে আনমোলপ্রীত সিং ৪৮ বলে ৪৬ রান করেন। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। রমনদীপ সিং ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।
১৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন নেহাল ওয়াধেরা। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৪ রান করে নট-আউট থাকেন নমন ধীর।