কর্ণাটকের বিরুদ্ধে হাই-স্কোরিং ম্যাচে হার দিয়ে এবছর বিজয় হাজারে অভিযান শুরু করে মুম্বই। হায়দরাবাদের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পরে মুম্বই খড়কুটোর মতো উড়িয়ে দেয় দুর্বল অরুণাচলপ্রদেশকে। এবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে পঞ্জাবের কাছে একতরফা হারের মুখ দেখতে হয় শ্রেয়স আইয়ারদের।
শনিবার আমদাবাদে বিজয় হাজারে ট্রফির সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে মুম্বই ও পঞ্জাব। টস জিতে পঞ্জাব দলনায়ক অভিষেক শর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বইকে। তারকাখচিত মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে শুরুতেই ধস নামান আর্শদীপ সিং। মুম্বই ৬১ রানে ৬ উইকেট হারিয়ে বসে। তারা দলগত ১১২ রানে ৭ উইকেট হারায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মুম্বই ৪৮.৫ ওভারে অল-আউট হয় ২৪৮ রানে।
ওপেন করতে নেমে অংকৃষ রঘুবংশী ২ বলে ১ রান করে আউট হন। ১৩ বলে ৭ রান করে মাঠ ছাড়েন অপর ওপেনার আয়ুষ মাত্রে। তিন নম্বরে ব্যাট করতে নেমে উইকেটকিপার হার্দিক তামোরে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন।
চার নম্বরে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার ১৭ বলে ১৭ রান করে আউট হন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব শূন্য রানে আউট হন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে শিবম দুবে ২৫ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন। তিনি ৩টি চার মারেন।
সাত নম্বরে ব্যাট করতে নেমে সূর্যংশ শেজ ৪৩ বলে ৪৪ রান করেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। আট নম্বরে ব্যাট করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন অথর্ব আঙ্কোলেকর। তিনি ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৬৬ রান করে ক্রিজ ছাড়েন। নয় নম্বরে ব্যাট করতে নেমে শার্দুল ঠাকুর ৪৫ বলে ৪৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। হিমাংশু সিং ১৯ ও রয়স্টোন ডায়াস অপরাজিত ১৮ রানের যোগদান রাখেন।
পঞ্জাবের হয়ে ১০ ওভারে ১টি মেডেন-সহ ৩৮ রান খরচ করে ৫ উইকেট নেন আর্শদীপ সিং। ১০ ওভারে ৪৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন অভিষেক শর্মা। ১টি করে উইকেট সংগ্রহ করেন সনভীর সিং, রঘু শর্মা ও প্রেরিত দত্ত।
পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব শুরু থেকেই ঝড় তোলে। তারা মাত্র ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৪৯ রান তুলে নেয়। অর্থাৎ, ১২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব। বিধ্বংসী শতরান করেন ওপেনার প্রভসিমরন সিং। আগ্রাসী হাফ-সেঞ্চুরি করেন অপর ওপেনার তথা ক্যাপ্টেন অভিষেক শর্মা।
প্রভসিমরন ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৮৫ বলে। সাহায্য নেন ৮টি চার ও ৭টি ছক্কা। শেষমেশ ১০১ বলে ১৫০ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন প্রভসিমরন।
অভিষেক শর্মা ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। ৭ বলে ৬ রান করে আউট হন আনমোলপ্রীত সিং। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২২ রান করে নট-আউট থাকেন রমনদীপ সিং। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও আয়ুষ মাত্রে।