প্রথম ইনিংসের খামতি মিটিয়ে জয়ের জন্য অস্ট্রেলিয়া-এ দলের সামনে ছোটখাটো লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় ভারতীয়-এ দল। এত কম পুঁজি নিয়ে অজিদের হারানোর স্বপ্ন দেখা বোকামি। তবে শেষ ইনিংসের শুরুতেই প্রসিধ কৃষ্ণা ও মুকেশ কুমার যেভাবে পরপর ধাক্কা দেন অজি শিবিরে, তাতে সিরিজের দ্বিতীয় বেসরকারি টেস্টে জয়ের ক্ষীণ সম্ভাবনা জাগিয়ে তোলে ভারতীয়-এ দল।
যজিও শেষমেশ ভারতীয় সমর্থকদের প্রত্যাশার বেলুনে পিন ফুটিয়ে দেন স্যাম কনস্টাস ও বিউ ওয়েবস্টার জুটি। এক দিন বাকি থাকতেই ভারতকে দ্বিতীয় বেসরকারি টেস্ট হারতে হয় ৬ উইকেটের ব্যবধানে। ফলে দুই টেস্টের বেসরকারি সিরিজে ভারতীয়-এ দলকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া-এ দল।
ভারতীয়-এ দলের প্রথম ইনিংস
মেলবোর্নে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। যদিও তারা মাত্র ১৬১ রানে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। ভারতীয় -এ দলের হয়ে সব থেকে বেশি ৮০ রান করেন ধ্রুব জুরেল। ২৬ রান করেন দেবদূত পাডিক্কাল। নীতীশ রেড্ডি করেন ১৬ রান। অস্ট্রেলিয়া-এ দলের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন মাইকেল নেসার। ৩টি উইকেট নেন বিউ ওয়েবস্টার।
অস্ট্রেলিয়া-এ দলের প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে তোলে ২২৩ রান। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৬২ রানের লিড নিয়ে নেয় অজিরা। মার্কাস হ্যারিস ৭৪, কোরি ৩৫ ও জিমি পিয়েরসন ৩০ রান করেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ৩টি উইকেট নেন মুকেশ কুমার। ২টি উইকেট দখল করেন খলিল আহমেদ।
ভারতীয়-এ দলের দ্বিতীয় ইনিংস
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল ২২৯ রান তোলে। ফের হাফ-সেঞ্চুরি করেন ধ্রুব জুরেল। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৬৮ রান করেন। এছাড়া তনুষ কোটিয়ান ৪৪, নীতীশ রেড্ডি ৩৮ ও প্রসিধ কৃষ্ণা ২৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ৪টি উইকেট নেন কোরি। ৩টি উইকেট নেন বিউ ওয়েবস্টার। ২টি উইকেট নেন ন্যাথন ম্যাকঅ্যান্ড্রু।
অস্ট্রেলিয়া-এ দলের দ্বিতীয় ইনিংস
প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া-এ দল। তারা মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে বসে। প্রসিধ কৃষ্ণা প্রথম ওভারে পরপর ২ বলে সাজঘরে ফেরান মার্কাস হ্যারিস ও ক্যামেরন ব্যানক্রফটকে। ৪৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ন্যাথন ম্যাকসুইনিকে (২৫) আউট করেন মুকেশ কুমার।
৭৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া-এ দল। অলিভার ডেভিসকে (২১) আউট করেন তনুষ কোটিয়ান। তবে বিউ ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া-এ দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৬৯ রান তুলে ম্যাচ জিতে যায়। কনস্টাস ৭৩ রানে অপরাজিত থাকেন। ৪৬ রানে নট-আউট থাকেন ওয়েবস্টার। ভারতের হয়ে শেষ ইনিংসে ২টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও তনুষ কোটিয়ান।