রঞ্জি ট্রফি মরশুম শুরু হওয়ার আগে পুনের এমসিএ স্টেডিয়ামে মহারাষ্ট্র এবং মুম্বইয়ের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছিল। সেই ম্যাচের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করলেন মহারাষ্ট্রের পৃথ্বী শ। তাঁর পুরানো দল মুম্বইয়ের বিপক্ষে ২২০ বলে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। আরশিন কুলকার্নির সাথে ৩০৫ রানের পার্টনারশিপ করেন পৃথ্বী। তবে আউট হওয়ার পর অনিয়ন্ত্রিত হয়ে ফের বিতর্কে জড়ালেন পৃথ্বী। মুম্বইয়ের অলরাউন্ডার মুশির খানের সঙ্গে তর্কে জড়ান পৃথ্বী। শুধু তাই নয়, মুশিরকে ব্যাট দিয়ে আঘাত করারও চেষ্টা করেছিলেন পৃথ্বী। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
২৫ বছর বয়সি পৃথ্বীকে আউট করেন সরফরাজ খানের ছোট ভাই মুশির খান। পৃথ্বী শ একটি বড় শট খেলতে গিয়ে আউট হন মুশিরের বলে। এরপর মুশির যেভাবে উইকেটটি উদযাপন করেন, তা পছন্দ করেননি পৃথ্বী শ। এর জেরে রেগে গিয়ে তেড়ে যান পৃথ্বী। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, প্যাভিলিয়নে ফেরার আগে মাঠেই মুশিরের দিকে ব্যাট চালানোর চেষ্টা করেন পৃথ্বী। তখন মুম্বইয়ের অন্যান্য ক্রিকেটার এবং আম্পায়ার এসে তাঁকে থামানোর চেষ্টা করেন। পৃথ্বী শ যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, তখন মুম্বইয়ের সিদ্ধেশ লাডের সঙ্গেও পৃথ্বীর তর্ক শুরু হয়।
উল্লেখ্য, মুম্বই থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়ার পর এই মরশুমের শুরুতে মহারাষ্ট্র দলে যোগ দিয়েছিলেন পৃথ্বী শ। বুচি বাবু টুর্নামেন্টে মহারাষ্ট্রের হয়ে অর্ধশতক করেছিলেন তিনি। দল বদল নিয়ে এক বিবৃতিতে পৃথ্বী শ বলেন, 'আমি বিশ্বাস করি যে আমার ক্যারিয়ারের এই পর্যায়ে মহারাষ্ট্র দলে যোগ দিয়ে আমি ক্রিকেটার হিসাবে আরও এগিয়ে যেতে পারব। বছরের পর বছর ধরে আমি যে সুযোগ এবং সমর্থন পেয়েছি তার জন্য আমি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।' পৃথ্বী শ দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে আছেন। তিনি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। তিনি পাঁচটি টেস্ট, ৬টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ভারতের হয়ে।
