শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলে খেলতে ব্যস্ত রয়েছেন পৃথ্বী শ'। ডানহাতি এই ওপেনিং ব্যাটার চলতি আইপিএলে খেলছেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। আইপিএল শেষ হয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার কথা রয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে, শীঘ্রই নর্দাম্পটনশায়ারের হয়ে নিজের দ্বিতীয় মরশুমে খেলতে রওনা দেবেন পৃথ্বী শ'। গত মরশুমেও এই সময়ে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলতে গিয়েছিলেন পৃথ্বী শ'। এই মরশুমেও তিনি ফের যাবেন তাদের হয়েই খেলতে। যা জানা যাচ্ছে, নর্দাম্পটনশায়ারের তরফে পৃথ্বীর কাছে এনওসি অর্থাৎ খেলতে আসার অনুমতিপত্র জমা দিতে বলা হয়েছে। সেই মতো তারকা ব্যাটার তাঁর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এই মর্মে আবেদনও করেছেন।
আরও পড়ুন: শুধু বেঙ্গালুরুর হয়েই IPL-এ ২৫০ ম্যাচ খেলে ফেললেন কোহলি, লিখলেন ইতিহাস
সূত্রের খবর, ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টি খেলার অনুমতি চেয়ে আবেদন করেছেন পৃথ্বী। এমসিএ-র তরফে পৃথ্বী শ'কে শীঘ্রই এই অনুমতিপত্র দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আর তার পরেই আইপিএল শেষে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। গত মার্চেই তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও চ্যাম্পিয়ন হয়েছেন। এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার পাশাপাশি ওয়ানডে কাপেও খেলবেন পৃথ্বী। ভারতীয় জাতীয় দলের হয়ে একটা সময়ে নিয়মিত খেলেছেন পৃথ্বী। এর পর প্রথমে চোট এবং পরবর্তীতে ফর্মহীনতার কারণে তাঁকে জাতীয় দল দল থেকে বাদ পড়তে হয়। এর পরবর্তীতে তিনি আর জাতীয় দলে ফেরার সুযোগ পাননি।
আরও পড়ুন: ঘরের মাঠে জয়ের হাফসেঞ্চুরি CSK-এর, RR-এর অশ্বিনও ৫০ উইকেটের নজির গড়ে ফেললেন চিপকে
জাতীয় দলের হয়ে তিনি পাঁচটি টেস্ট খেলেছেন। করেছেন ৩৩৯ রান। গড় ৪২.৩৭। করেছেন একটি শতরান। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকেই এই শতরান করেছেন তিনি। এছাড়াও রয়েছে দু'টি অর্ধশতরান। খেলছেন ছয়টি ওডিআই। ৩১.৫০ গড়ে করেছেন ১৮৯ রান। পাশাপাশি ভারতের হয়ে একটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও ৫০টি প্রথম শ্রেণীর ম্যাচে ৫০.০৩ গড়ে করেছেন ৪২৫৩ রান। গত বছর নর্দাম্পটনশায়ারের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। করেন ৪২৯ রান। যার মধ্যে আবার রয়েছে নজির গড়া ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস। সমারসেটের বিরুদ্ধে ওয়ানডে টুর্নামেন্টে এই ইনিংস খেলার পরপরেই চোট পান তিনি। হাঁটুর চোটে আর গোটা কাউন্টি মরশুমে খেলা হয়নি তাঁর। এর পর এই মরশুমে নতুন করে তাঁর সঙ্গে চুক্তি করেছে নর্দাম্পটনশায়ার।