বাংলা নিউজ > ক্রিকেট > PSL 2024: ওর ক্যারম বল খেলা সহজ নয়, তারিকের বোলিংয়ে মজেছেন প্রাক্তন পাক তারকা

PSL 2024: ওর ক্যারম বল খেলা সহজ নয়, তারিকের বোলিংয়ে মজেছেন প্রাক্তন পাক তারকা

বল করছেন উসমান তারিক। ছবি-এক্স @thePSLt20

পাকিস্তান সুপার লিগে বল হাতে নজর কেড়েছেন উসমান তারিক। এই মিস্ট্রি স্পিনারের বোলিংয়ে মজেছেন প্রাক্তন পাক তারকা।

চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে উঠে আসছে একের পর এক নজরকাড়া পারফরম্যান্স। তারকা থেকে তরুণ ক্রিকেটার সকলেই নিজের সেরাটা দিচ্ছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। একদিকে যেমন ব্যাট হাতে প্রাক্তন পাক অধিনায়ক, তথা দলের তারকা ব্যাটার, খেলে যাচ্ছেন একের পর এক ম্যাচ উইনিং ইনিংস, তেমনই বল হাতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন 'মিস্ট্রি স্পিনার' উসমান তারিক। তাঁর বোলিং করার পদ্ধতি রীতিমত চমকে দিয়েছে সকল পাক ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেট তারকাকে।

তবে এবার 'মিস্ট্রি স্পিনার' উসমান তারিককে নিয়ে মুখ খুললেন প্রাক্তন পাক ক্রিকেটার মিসবা উল হক। এ স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে ক্যারম বল করার পাশাপাশি নিখুঁত বোলিং করেন তারিক। এখানেই শেষ নয়, মিসবা উল হক আরও দাবি করলেন যে ডান-হাতি ব্যাটারদের ওর স্পিন খেলতে প্রচন্ড সমস্যা হয়।

২৫ ফেব্রুয়ারি পিএসএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে, কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস মুখোমুখি হয় মুলতান সুলতানসের। সেই ম্যাচে অভিষেক ঘটে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস দলের উসমান তারিকের। করাচি কিংসের বিরুদ্ধে তিনি নেন ডবল উইকেট মেডেন। তবে তাঁর বোলিং অ্যাকশন চমকে দেয় সকলকে। অনেকেই তাঁকে সেরা বোলারের সঙ্গে তুলনা করেন।

এবার তারিককে নিয়ে একটি বড় মন্তব্য করলেন মিসবা উল হক। তিনি বলেন, 'তারিক একজন দুর্দান্ত বোলার। ওর মধ্যে একটা বিশেষত্ব আছে যা সাধারণত দেখা যায় না। ও ক্যারম বল করে এবং তার উপর ও একদম নিখুঁতভাবে সেটা করে। যে কোনও ভালো ব্যাটারকে ও আটকে দিতে সফল হয়। বিশেষ করে কোনও ডান-হাতি ব্যাটার ওকে সহজে খেলতে পারে না।'

তিনি আরও বলেন, 'ওকে আমরা অফ-স্পিনার মতো খেলে দেখার চেষ্টা করেছি, কিন্তু তাতে যখন কেউ লাইনে থেকে পা বের করে এগিয়ে আসে, সেই হঠাৎ স্পিন তাকে এলবি বা বোল্ড করে দেয়। তাছাড়া কেউ যদি সদ্য ক্রিজে এসে দুটো বলের মধ্যে ধরেও নেয় ও কি করতে চাইছে তবুও কোনও না কোনও সময় সে ওর ফাঁদে পা দেবেই। আর ফাঁদে পা দিলেই সে আউট হবেই হবে। ওকে খেলা খুব একটা সহজ ব্যাপার নয় কোনও ব্যাটারের কাছে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

শ্বশুরবাড়ির পুজো, স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে ট্রাকে করে ঠাকুর আনলেন শ্রুতি দাস বাধার পর বাধা, তাও এগোচ্ছে অভয়া পরিক্রমা? কোন কোন পুজো মণ্ডপ হয়ে যাবে? রইল রুট ইনিংসে হেরে লজ্জায় মুখ পুড়ল অস্ট্রেলিয়ার, ভারতের কাছে ‘টেস্টেও’ চুনকাম অজিরা স্কুলবাসে আগুন লেগে মৃত ২৩, শেষকৃত্য করলেন থাইল্যান্ডের সন্ন্যাসীরা Healthy Juice: করলার রস এই কারণে অমৃতের সমান সন্তান আসার পর শুধুই দূর-ছাই করেছেন একসময়ের আদরের পুটুকে, আজ সেই ভুলেরই…: পরীমনি সিজারের পর রক্তক্ষরণ, পুনরায় সেলাই করতে গিয়ে মৃত্যু প্রসূতির, বিক্ষোভ পরিবারের মহিলা টি-২০ বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, কেমন থাকবে পিচ? অলংকারে প্রতিবাদ, তিলোত্তমা কাণ্ডে অভিনব পদক্ষেপ জলপাইগুড়ির সৃষ্টির ‘‌বড় পুজোর ভিড়ে গিয়ে গোলমালের অপচেষ্টা’‌, জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.