বাংলা নিউজ > ক্রিকেট > বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার

বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার

পঞ্জাব কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে অধিনায়ক শিখর এবং বেয়ারস্টো। ছবি- এএফপি (AFP)

সঞ্জয় বাঙ্গার জানান, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়ে দিয়েছিল যে গোটা আইপিএলেই প্লেয়ার পাওয়া যাবে। কিন্তু আইপিএল সামান্য দীর্ঘায়িত হওয়ায় এবং আরও কয়েকটা কারণে তাঁরা পুরো সময়ের জন্য ছাড়তে পারেনি ক্রিকেটারদের। সব দলই একই পরিস্থিতিতে পড়েছিল, তবে আমাদের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চলে যায়’।

আইপিএলের প্লে অফ শুরুর কয়েকদিন আগেই একে একে দল ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন ইংরেজ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডে ক্রিকেটাররা আইপিএলের প্লে অফে থাকলেও ইংল্যান্ডের অধিনায়কসহ সমস্ত ক্রিকেটাররাই দেশের উদ্দেশ্য রওনা দেন। যার ফলে বেশ কয়েকটি দলকেই বেকায়দায় পড়তে হয়। তাঁর মধ্যে পঞ্জাব এবং রাজস্থান অন্যতম। আরসিবিরও দুই ক্রিকেটার দল ছেড়ে ইংল্যান্ড ফিরে যান। নাইটদেরও ফিল সল্ট দেশে ফেরেন। আইপিএলের নিলামের আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও এভাবে ক্রিকেটার ফিরিয়ে নেওয়ায় আইপিএলের দলগুলি বেশ বিরক্ত হয়। সুনীল গাভাসকর তো এক ধাপ এগিয়ে বলেই দেন, যে সব বোর্ড আইপিএলের থেকে ক্রিকেটার ফিরিয়ে নেবে, তাঁদের কমিশন কেটে দেওয়া উচিত। যদিও এরই মধ্যে পঞ্জাব কিংস দলের কোচ সঞ্জয় বাঙ্গার জানাচ্ছেন, ঠিক কি কারণে এই সমস্যা তৈরি হয়েছে।

আরও পড়ুন-পেশীর চোটের চিকিৎসা করাতে লন্ডনে যেতে চলেছেন MSD,ফিরেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত

এবারের আইপিএলে পঞ্জাব কিংস দলের প্রথম একাদশে নিয়মিত সদস্য ছিলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারান। আইপিএলের শেষ ম্যাচের আগে তিন জনই দল ছাড়েন, ফলে শেষ ম্যাচে মাত্র এক বিদেশি রিলি রুসোকে নিয়ে খেলতে হয়েছিল পঞ্জাবকে। সানরাইজার্সের বিপক্ষে সেই ম্যাচ তাঁরা হেরে যায়। এরপর কিংসদের কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, প্রাথমিকভাবে গোটা আইপিএলের জন্যই ক্রিকেটার ছাড়ার কথা বলেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, কিন্তু লিগ একটু দীর্ঘায়িত হওয়াতেই সমস্যার সূত্রপাত হয়।

আরও পড়ুন-রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই!

আইপিএলের প্লে অফের আগে জোস বাটলার, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, উইল জ্যাকস, ফিল সল্টরা ইংল্যান্ডে চলে গেছেন, পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে। এই নিয়েই কথা বলতে গিয়ে সঞ্জয় বাঙ্গার জানান, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়ে দিয়েছিল যে গোটা আইপিএলেই প্লেয়ার পাওয়া যাবে। কিন্তু আইপিএল সামান্য দীর্ঘায়িত হওয়ায় এবং আরও কয়েকটা কারণে তাঁরা পুরো সময়ের জন্য ছাড়তে পারেনি ক্রিকেটারদের। সব দলই একই পরিস্থিতিতে পড়েছিল, তবে আমাদের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চলে যায়’।

আরও পড়ুন-IPL 2024-আইপিএল ভারতীয় দলে ঢোকার শর্টকাট না হয়ে যায়… কুপ্রভাবের কথা গৌতম গম্ভীরের গলায়

সঞ্জয় বাঙ্গার মুখ খুলেছেন দলের খারাপ পারফরমেন্স নিয়েও। এক্ষেত্রে লিগের শেষ পর্যায় এসে ইংরেজ মিডল অর্ডার ব্যাটার লিয়াম লিভিংস্টোনের হাঁটুর চোটে ছিটকে যাওয়া তাঁদের হারের অন্যতম কারণ হিসেবে বলছেন বাঙ্গার। এছাড়াও কাজিসো রাবাদার সংক্রমণের কারণে দেশে ফিরে যাওয়াও বড় ফ্যক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বাঙ্গার। ২০২৪ আইপিএলে ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে শেষ করে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.