ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মেগা নিলামে রিকি পন্টিংয়ের সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আসলে পঞ্জাব কিংস এই নিলামে ১১০ কোটি টাকার বেশি খরচ করেছে এবং দুই দিনের এই কেনা বেচার দিনে পাঁচটি বৃহত্তম কেনাকাটার মধ্যে তিনটি তারাই করেছে। শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল, যেখানে যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং প্রত্যেককে ১৮ কোটি টাকায় কিনেছে তারা। যাইহোক, পঞ্জাব কিংসের নিলাম কৌশলের একটি বড় দিক হল তাদের স্কোয়াডে পাঁচজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে সই করান হয়েছে। রিকি পন্টিং এই বিষয়ে একটি বড় বক্তব্য রাখেন। এত অস্ট্রেলিয়ানকে বাছাই করার সিদ্ধান্তের পিছনের কারণকে বুঝিয়ে দিয়েছেন দলের হেড কোচ।
এট তো IPL-এর মিনি অস্ট্রেলিয়া-
পঞ্জাব কিংস আইপিএল ২০২৫ মেগা নিলামে অলরাউন্ডার মার্কাস স্টইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েল, উইকেটরক্ষক ব্যাটার জোশ ইংলিস, অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং পেসার জেভিয়ার বার্টলেটকে কিনেছে। এরপরে অনেকে বলতে থাকেন এটা তো মিনি অস্ট্রেলিয়া হয়েগিয়েছে। নিলামের পর রিকি পন্টিং এই সমালোচনাকে স্বীকার করে নিয়েছেন। রিকি পন্টিং জানিয়েছেন যে যেই ক্রিকেটার যেই পজিশনে ফিট, তাকেই সেই জায়গায় নেওয়া হয়েছে।
আরও পড়ুন… পিঙ্ক বল টেস্টে কেন নেই হেজেলউড? চোট নাকি অন্যকিছু! রহস্যের গন্ধ পাচ্ছেন গাভাসকর
কী বললেন রিকি পন্টিং-
রিকি পন্টিং বলেছেন, ‘আমাদের দলে কিছু অস্ট্রেলিয়ান খেলোয়াড় আছে এবং এর জন্য আমাদের সমালোচনা করা হচ্ছে। আমি মনে করি আমাদের ৮ জন বিদেশf খেলোয়াড়ের মধ্যে ৫ জন বিদেশি অস্ট্রেলিয়ার। কিন্তু আপনি যখন আমাদের প্রয়োজনীয় ভূমিকায় থাকা খেলোয়াড়দের দেখেন, আপনি বুঝতে পারবেন যে এই খেলোয়াড়রা তাদের জায়গার জন্য পুরোপুরি ফিট।’
আরও পড়ুন… Video: ক্রিকেট মাঠে WWE! ফ্যাফকে কাঁধে তুলে ছুঁড়ে ফেলল বল বয়, অল্পের জন্য রক্ষা পেলেন ডু প্লেসি
কী কারণে পাঁচজন অস্ট্রেলিয়ানকে দলে নিল পঞ্জাব কিংস-
অস্ট্রেলিয়ানদের মধ্যে তিনজন, স্টইনিস, ম্যাক্সওয়েল এবং ইংলিস অবশ্যই তাদের দক্ষতার কারণে পঞ্জাব কিংসের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। এই নিলামে ১১ কোটির সবচেয়ে বড় অঙ্ক পেয়েছেন মার্সাস স্টইনিস। এই বিষয়ে পন্টিং বলেন, ‘মার্কাস স্টইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েলকে কিংসে ফিরিয়ে আনা অনেক বড় কারণ হল তারা দুজনই অতীতে এখানে খেলেছেন। জেভিয়ার বার্টলেট, অ্যারন হার্ডি এবং জোশ ইংলিস সহ কয়েকজন নতুন ছেলে প্রথমবারের মতো আইপিএলে আসছেন, যা আমাদের জন্য সত্যিই উত্তেজনাপূর্ণ হবে।’
আরও পড়ুন… নাতি-নাতনিদের বলব আমি জসপ্রীত বুমরাহর মুখোমুখি হয়েছিলাম- ট্র্য়াভিস হেডের গলায় ভারতীয় পেসারের প্রশংসা
স্টইনিস-ম্যাক্সওয়েলের সঙ্গে পঞ্জাব কিংসের সম্পর্ক-
পঞ্জাব কিংস যখন কিংস ইলেভেন পঞ্জাব নামে পরিচিত ছিল অর্থাৎ ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে স্টইনিসের প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছিল পঞ্জাব। অন্যদিকে, ম্যাক্সওয়েল তার কেরিয়ারে তৃতীয় স্পেলের জন্য পঞ্জাব কিংসের জার্সি গায়ে তুলেছিলেন। ২০১৪ সালে পঞ্জাব যখন আইপিএল ফাইনাল খেলে (এবং প্লে অফের জন্য সর্বশেষ যোগ্যতা অর্জন করে) তখন ম্যাক্সওয়েল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) পুরস্কারও জিতেছিলেন।