আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড রয়েছে পঞ্জাব কিংসের নামে। তারা গত বছর ইডেনে কেকেআরের বিরুদ্ধে সেই নজির গড়ে। এবার আইপিএলের ইতিহাসে সব থেকে কম রান রক্ষা করে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ডও নিজেদের দখলে নেয় পঞ্জাব কিংস। উল্লেখযোগ্য বিষয় হল, এবারও পঞ্জাবের প্রতিপক্ষ সেই কলকাতা নাইট রাইডার্স।
সুতরাং, বলাই যায় যে, কেকেআরের বিরুদ্ধেই আইপিএলের দুই মেরুজয় সম্পন্ন করে পঞ্জাব। উল্লেখযোগ্য বিষয় হল, ২টি ম্যাচে শ্রেয়স আইয়ার ছিলেন দুই শিবিরে। ইডেনের ম্যাচে আইয়ার ছিলেন কেকেআরের ক্যাপ্টেন। এবার মুল্লানপুরের ম্যাচে শ্রেয়স হলেন পঞ্জাব দলনায়ক।
আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়
গত বছর ২৬ এপ্রিল ইডেনে আইপিএল ২০২৪-এর ৪২তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। সেই ম্যাচে শুরুতে ব্যাট করে কেকেআর ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬১ রান তোলে। ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, বেঙ্কটেশ আইয়ার ৩৯, শ্রেয়স আইয়ার ২৮ ও আন্দ্রে রাসেল ২৪ রান করেন।
আরও পড়ুন:- রাহানের চ্যারিটি উইকেটের মাশুল দিল KKR, পঞ্জাবের ১১১ তাড়া করতে নেমে লজ্জার হার কলকাতার
পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৬২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব। আইপিএলের ইতিহাসে এত বেশি রান তাড়া করে ম্যাচ জেতেনি আর কোনও দল। জনি বেয়ারস্টো ১০৮ রান করেন। প্রভসিমরন সিং ৫৪, শশাঙ্ক সিং ৬৮ ও রিলি রসউ ২৬ রান করেন।
আইপিএলের ইতিহাসে সব থেকে কম রান রক্ষা করে ম্যাচ জয়
মঙ্গলবার মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর ৩১তম লিগ ম্যাচে মুখোমুখি হয় পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শুরুতে ব্যাট করে পঞ্জাব কিংস ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে অল-আউট হয়ে যায়। প্রভসিমরন সব থেকে বেশি ৩০ রান করেন। প্রিয়াংশ আর্য ২২ ও শশাঙ্ক সিং ১৮ রানের যোগদান রাখেন। শূন্য রানে আউট হন শ্রেয়স আইয়ার।
জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ১৫.১ ওভারে মাত্র ৯৫ রানে অল-আউট হয়ে যায়। ১৬ রানে ম্যাচ জেতে পঞ্জাব। আইপিএলের ইতিহাসে প্রথমে ব্যাট করা কোনও দল এত কম রান তুলে কখনও ম্যাচ জেতেনি। কেকেআরের হয়ে অংকৃষ রঘুবংশী সব থেকে বেশি ৩৭ রান করেন। অজিঙ্কা রাহানে ও আন্দ্রে রাসেল উভয়েই ব্যক্তিগত ১৭ রানের মাথায় আউট হন।