গত বছর ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করান শ্রেয়স আইয়ার। তবে সুখী সংসার ভেঙে এবছর বেরিয়ে আসেন তিনি। কেকেআর চেয়েছিল শ্রেয়সকে ঘিরেই দল গড়তে, তবে আইয়ার চাননি। নিজের পুরনো দলের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এ প্রথমবার মাঠে নেমে নিজেকে সঠিক প্রমাণ করার চ্যালেঞ্জ ছিল শ্রেয়সের সামনে। তবে নাইট তারকারা বোধহয় আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ ছিল শ্রেয়সকে ভুল প্রমাণ করতে। শেষমেশ আইয়ারের দলকে তাদের ঘরের মাঠে যারপরনাই লাঞ্ছিত করল কেকেআর।
মঙ্গলবার মুল্লানপুরে আইপিএল ২০২৫-এর ৩১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পঞ্জাব। তবে তাদের সেই সিদ্ধান্ত কতটা সঠিক, সেই বিষয়ে প্রশ্ন উঠতে বিশেষ সময় লাগেনি। পঞ্জাব কার্যত শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। শেষমেশ ১৫.৩ ওভারে মাত্র ১১১ রানে অল-আউট হয়ে যায় পঞ্জাব।
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর কেকেআরের ঘরের মাঠে গিয়ে পঞ্জাব আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে জয়ের সর্বকালীন রেকর্ড গড়ে। এবার নিজেদের ডেরায় কেকেআরের বিরুদ্ধে সব থেকে কম রানে অল-আউট হওয়ার হতাশাজনক নজির গড়ে তারা।
আইপিএলে এর আগে কেকেআরের বিরুদ্ধে এত কম রানে কখনও পঞ্জাবের ইনিংস গুটিয়ে যায়নি। এর আগে নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাবের সব থেকে ছোট ইনিংস ছিল ৯ উইকেটে ১১৯ রানের। ২০১১ সালে ইডেনে পঞ্জাবকে এমন ছোটখাটো ইনিংসে আটকে রেখেছিল কলকাতা। এবার ১৪ বছর আগের সেই রেকর্ড ভেঙে আরও লজ্জার মুখে পড়ল পঞ্জাব।
কেকেআরের বিরুদ্ধে আইপিএলে পঞ্জাব কিংসের সব থেকে কম রানের ইনিংস
১. পঞ্জাব কিংস- ১১১ বনাম কেকেআর (মুল্লানপুর, ২০২৫)।
২. পঞ্জাব- ৯ উইকেটে ১১৯ বনাম কেকেআর (ইডেন, ২০১১)।
৩. পঞ্জাব- ৯ উইকেটে ১২৩ বনাম কেকেআর (আমদাবাদ, ২০২১)।
আইপিএলের ইতিহাসে এটি পঞ্জাবের অষ্টম নিন্মতম দলগত ইনিংস। চলতি আইপিএলে এটি দ্বিতীয় নিন্মতম দলগত ইনিংসের রেকর্ড। চেন্নাই সুপার কিংস ছাড়া আর কোনও দল আইপিএল ২০২৫-এ এর থেকে কম রানে আটকায়নি।
মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে প্রভসিমরন সিং ৩০, প্রিয়াংশ আর্য ২২ ও শশাঙ্ক সিং ১৮ রান করেন। শূন্য রানে আউট হন শ্রেয়স আইয়ার। কেকেআরের হয়ে ২৫ রানে ৩টি উইকেট নেন হর্ষিত রানা। ১৪ রানে ২টি উইকেট নেন সুনীল নারিন। ২১ রানে ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট নেন বৈভব আরোরা ও এনরিখ নরকিয়া।