চাকরি পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হল না অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিংকে। চলতি বছরের আইপিএলের শেষেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেড়ে নিয়েছিলেন অজিদের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর হাত ধরেই ইশান পোড়েলের মতো ক্রিকেটারদের উঠে আসা। কিন্তু আইপিএলে বেশ কয়েকবছর টানা দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ পদে থাকলেও আসল কাজের কাজটা তিনি করতে পারেননি, অর্থাৎ কোচ হিসেবে নিজের ট্রফি ক্যাবিনেটে দিল্লির হয়ে আইপিএল ট্রফি ঢোকাতে পারেননি। এরপরই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি শিবির। যদিও ডিরেক্টর অফ ক্রিকেট পদে থেকে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। এর কয়েক সপ্তাহের মধ্যেই ফের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন রিকি পন্টিং।
আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
আইপিএলে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ পদে এবার বসতে দেখা যাবে অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিংকে। দিল্লি ক্যাপিটালসের মতো পঞ্জাব কিংসও এতকাল ধরে খেলে আইপিএল জেতেনি। তাই দিল্লিতে নিজের ব্যর্থতার ইনিংসের ট্র্যাক রেকর্ড নিশ্চয় পঞ্জাবের হয়ে বদলাতে চাইবেন দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক।
আসলে ডিসেম্বর মাসেই প্রত্যেকবারের মতো এবারেও বসবে আইপিএলের নিলামের আসর। তাঁর আগে প্রায় সব দলই নিজের মতো করে ঘুঁটি সাজিয়ে নিচ্ছে। বিশেষ করে কোন কোন ক্রিকেটার ধরে রাখা যায় এবং কোন কোন ক্রিকেটারকে অকশন টেবিলে টার্গেট করা যায়, সেদিকে নজর দিচ্ছে তাঁরা। আসলে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানও ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। ফলে কোচ-অধিনায়কের নতুন সেটই আসতে চলেছে আগামী ২০২৫ আইপিএলে পঞ্জাব কিংস শিবিরে। তাই নিলামের আগে হাতে কিছুটা সময় নিয়েই রিকিকে নিযুক্ত করল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।
অতীতে এই দলের দায়িত্ব সামলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। প্রসঙ্গত এবারের আইপিএলে ইংল্যান্ডের তারকা ব্যাটাররা ছিলেন দলে যেমন স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, কিন্তু আশল সময় বেয়ারস্টো বাদে তেমন কেউই জ্বলে ওঠেনি। ফলে প্লে অফে যাওয়া হয়নি তাঁদের। রাবাদাকে বাদ দিলে বাকি বিদেশিদের মধ্যে তেমন ধারাবাহিকতা চোখে পড়েনি। নিলামের আগে তাই কিংস শিবিরে রিকির আগমনে যে বড় রদবদল আসতে পারে, সেকথা আগাম অনুমান করাই যায়।