অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পরও যেভাবে ভারতীয় বোলাররা পারফর্ম করে টিম ইন্ডিয়াকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে তা প্রশংসা কুড়িয়েছে। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জসপ্রীত বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফিতে বর্তমানে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। পার্থে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। রোহিত শর্মা পারিবারিক কারণে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটি খেলেননি।
শুধু অস্ট্রেলিয়া সফরে নয়, এর আগে লাগাতার ভালো পারফরম্যান্স করে এসেছেন জসপ্রীত বুমরাহ। যেই কারণে তাঁকে IPL ২০২৫-এর জন্য ১৮ কোটি টাকার বিনিময় রিটেন করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সবচেয়ে মজার বিষয় হল IPL-এ অভিষেকের পর থেকে বুমরাহ মুম্বই ছাড়া আর অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেননি। ২০১৩ সালে তাঁর প্রথম অভিষেক হয়েছিল MI-এর হয়ে। তাঁকে স্কাউট করেছিল প্রাক্তন মুম্বইয়ের কোচ জন রাইট। আর এবার এই বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করলেন গুজরাট টাইটানস দলের বোলিং কোচ আশিস নেহেরা। তিনি মনে করেন, IPL-এর ৫২০ কোটির পার্সও বুমরাহকে দলে নেওয়ার জন্য যথেষ্ট নয়।
নেহেরা স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর যেভাবে পার্থে বুমরাহ দলকে নেতৃত্ব দিয়েছে তা প্রশংসার দাবি রাখে। আপনি কোনও ভাবেই জস্সিকে পরাস্ত করতে পারবেন না। যদি বুমরাহের নাম IPL অকশনে থাকত তাহলে যা কিছু হতে পারত। এমনকি ৫২০ কোটির পার্সও ছোট মনে হতো।’ নেহেরা আরও যোগ করেন, ‘বোলার হিসেবে বুমরাহ এই কাজটা (উইকেট নেওয়া এবং ম্যাচ জেতা) অনেকবার করেছে। রোহিত শর্মার অনুপস্থিতিতে ও পার্থ টেস্টে অধিনায়ক হয়েছিল। অবশ্যই সেটা একটা অতিরিক্ত চাপ ছিল। কিন্তু সে যেইভাবে চাপটা সামলেছে তা প্রশংসার দাবি রাখে।’
উল্লেখ্য, ভারতের সামনে পরবর্তী চ্যালেঞ্জ অ্যাডিলেড টেস্ট। ভারত সেই টেস্টে নামার আগে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু প্রথম দিন বৃষ্টিতে নষ্ট হওয়ায় সেটি একদিনের ক্রিকেটে পরিণত হয়। ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করে ভারত। তবে সেদিন বল করতে দেখা যায়নি বুমরাহকে। তিনি শুধুমাত্র নেটে অনুশীলন করার উপরেই ভরসা রেখেছেন।