ভারতের সেরা বাছাই পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন নিজেদের সেরা পারফরমেন্স দেখাল সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। নিজেদের দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই শিরোপা জিতে নিলেন তাঁরা। রবিবার ফাইনালে দুরন্ত পারফর্মেন্স করেন সিন্ধু, লক্ষ্যরা।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
দুবারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধুর এবছরটা তেমন ভালো না গেলেও তিনি সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করলেন এই নিয়ে তৃতীয়বার। ফাইনালে তিনি হারালেন চিনের প্রতিদ্বন্দী বিশ্বের ১১৯ নম্বর উ লুওকে। খেলার ফল ২১-১৪, ২১-১৬। ২০১৭ এবং ২০২২ সালের পর এই নিয়ে তৃতীয়বার শিরোপা জিতলেন সিন্ধু। এর জয়ের পর সিন্ধু নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটেও পোস্ট করেন।
পুরুশদের ফাইনালে ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ মেডেলিস্ট লক্ষ্য সেন শুরু থেকেই ছিলেন দুরন্ত ফর্মে। এবারে একটুর জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া হয়েছিল। এবারে সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতায় এসে তিনি হারালেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দী জিয়া হেং জ্যাসন তেহকে। ২১-৬, ২১-৭ ফলে হারালেন তিনি।
জুলাই ২০২২ সালে শেষবার কোনও শিরোপা জিতেছিলেন পিভি সিন্ধু। সেবার সিঙ্গাপুর ওপেন জেতেন তিনি। প্রায় ২ বছর পর ফের একবার শিরোপা জিতলেন সিন্ধু। চলতি বছরের শুরুকেই মালেশিয়া মাস্টার্স সুপার ৫০০এর ফাইনালে পৌঁছেছিলেন বিশ্বের ১৮ নম্বর সিন্ধু। শিরোপা জয়ের পরেই সিন্ধু পোস্ট করে লেখেন, ২ বছর ৪ মাস, ১৮দিন। আমার দল, আমার গর্ব…
এদিকে লক্ষ্য সেনের এই জয় তাঁর অলিম্পিক্সে পদক হাতছাড়া হওয়ার আক্ষেপকে কিছুটা মেটাবে, সঙ্গে আগামী মরশুমের আগে তাঁকে আত্মবিশ্বাসও দেবে।
এদিকে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেনের সিঙ্গলস খেতাব ছাড়াও ভারতীয় ব্যাডমিন্টনের জন্য এই দিলনি বেশ ভালোই ছিল। কারণ মহিলাদের ডবল জুটি ট্রিসা জলি এবং গায়াত্রী গোপীচাঁদ জুটি তাঁদের প্রথম সুপার ৩০০ শিরোপা জয় করে, তাঁরা হারায় চিনের বাও লি জিং এবং লি কিয়ান জুটিকে ২১-১৮, ২১-১১ ফলে। এই ফলাফলের ফলে ট্রিসা এবং গায়াত্রী প্রথম ভারতীয় মহিলা জুটি যারা এই প্রতিযোগিতায় শিরোপা জিতল।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
পুরুষদের ডবলসের ফাইনালে প্রুথভি কৃষ্ণামুর্তি এবং সাই প্রতিক ক জুটি চিনের হুয়াং দি এবং লিউ ইয়াং জুটির বিরুদ্ধে ৭১ মিনিটের দীর্ঘ লড়াই শেষে হেরে যান। তাঁদের খেলার ফল ১৪-২১, ২১-১৯ এবং ১৭-২১ । এদিকে মিক্সড ডবলসের ফাইনালে পঞ্চম বাছাই তানিশা ক্রাষ্টো এবং ধ্রুব কপিল জুটি শুরুটা ভালো করলেও থাইল্যান্ডের দেচাপোল-সুপ্রিসা জুটির বিরুদ্ধে ২১-১৮, ১৪-২১, ৮-২১ ফলে হেরে যায়। অর্থাৎ এগিয়ে থেকেও মিক্সড ডবলস জুটি হার স্বীকার করে।