ইডেন গার্ডেন্সকে ঘিরে তৈরি হল নতুন করে অনিশ্চয়তা। দেখা দিয়েছে লিজের মেয়াদ বাড়ানো নিয়ে প্রশ্নচিহ্ন। অভিযোগ, অবৈধ ভাবে ইডেনের অন্দরে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। এই বিষয়ের জবাব চেয়ে ইতিমধ্যেই CAB-কে চিঠি দিয়েছে সেনাবাহিনী। যদিও এখনও কোনও সদুত্তর আসেনি বলেই জানা যাচ্ছে। ময়দান এলাকার পুরো অঞ্চলটাই আসে প্রায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে যতো ক্লাব, স্টেডিয়াম রয়েছে সবগুলিই সেনার থেকে লিজে নেওয়া। যেকোনও স্থায়ী বা অস্থায়ী নির্মাণের ক্ষেত্রে এখানে সেনা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়ে থাকে।
জানা যাচ্ছে, CAB-র ভেতরে ন্যাশনাল ক্রিকেট ক্লাবের একটি বাড়ি রয়েছে। সেনাবাহিনীর তরফে বলা হয়েছে এই নির্মাণের কোনও বৈধ কাগজপত্র নেই। সাধারণত ১৫ বছর অন্তর অন্তর লিজের মেয়াদ বাড়িয়ে থাকে সেনা। কয়েকদিন আগে সেই মতই ইডেন পরিদর্শনে এসেছিলেন সেনা কর্তারা। দেখা যায় সেনাবাহিনীর কাছে যেই নকশা রয়েছে তাতে এই বাড়িটির কোনও অস্তিত্ব নেই। এরপরই বাড়িটির যাবতীয় কাগজপত্র চেয়ে পাঠানো হয় CAB- র কাছে। তবে এখনও পর্যন্ত কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা বলেই জানা যাচ্ছে। বিষয়টি দীর্ঘদিন ধরেই আলাপ আলোচনার মাধ্যমে আটকে রাখা হয়েছিল। তবে এখন আর সময় দিতে নারাজ সেনাবাহিনী। তারা শেষবারের মতো CAB-র বক্তব্য জানতে চেয়েছে। এই কারণে বেশ চাপে রয়েছে কর্তারা। যদি লিজের মেয়াদ না বাড়ে সেক্ষেত্রে আগামীতে ইডেনে খেলা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।
উল্লেখ্য, ইডেনের ক্ষেত্রে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া রয়েছে। তবে প্রতি ১৫ বছর অন্তর তা নবীকরণ করা হয়। তবে ন্যাশনাল ক্রিকেট ক্লাবের এই বাড়িটি নিয়ে বিতর্ক নতুন নয়। ২০১১ সালে যখন CAB সভাপতি জগমোহন ডালমিয়া ছিলেন তখন থেকেই এই ইস্যু চলছে। মূলত বাড়িটি ক্রিকেটারদের থাকার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইডেনে খেলা হলে ভিন রাজ্যের যুব ক্রিকেটারদেরও এখানে রাখা হয়। এখন যা পরিস্থিতি তাতে হয় বাড়িটিকে বৈধ প্রমাণ করতে হবে, না হয় মোটা জরিমানা ভরতে হবে। যদিও এই দুটি পথেও সমাধান না হয় তবে বাড়িটিকে ভেঙ্গে ফেলতে হবে। তবে হাল ছাড়তে নারাজ কর্তারা। তারা এখনও আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করার ব্যাপার আশাবাদী। এখন দেখার শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায়।