রবিচন্দ্রন অশ্বিন যে বড় মঞ্চের খেলোয়াড়, বুঝিয়ে দিলেন আরও একবার। দরকারের সময়ে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ডিন্ডিগুল ড্রাগনসকে চলতি তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফাইনালে তুললেন অশ্বিন।
চিপক সুপার গিল্লিসের বিরুদ্ধে টিএনপিএল ২০২৪-এর এলিমিনেটর ম্যাচে বল হাতে কোনও উইকেট পাননি অশ্বিন। তবে ব্যাট করতে নেমে মাত্র ২৭ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। শেষমেশ ৫৭ রানের আগ্রাসী ইনিংস খেলে ম্যাচের সেরা হন অশ্বিন। এবার তিরুপুর তামিলান্সের বিরুদ্ধে দ্বিতীয় এলিমিনেটরে অনবদ্য বোলিংয়ের পাশাপাশি মারকাটারি ব্যাটিং করেন অশ্বিন।
শুক্রবার চিপকের দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে তিরুপুর তামিলান্সকে শুরুতে ব্যাট করতে পাঠান ডিন্ডিগুল দলনায়ক অশ্বিন। তিরুপুর ১৯.৪ ওভারে ১০৮ রান তুলে অল-আউট হয়ে যায়। মন বাফনা দলের হয়ে সব থেকে বেশি ২৬ রান করেন। ১৯ বলের ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১৬ বলে ১৭ রান করেন এস গণেশ। তিনি ১টি ছক্কা মারেন। এছাড়া ১৯ বলে ১৬ রান করেন অমিত সাত্বিক। তিনি ৩টি চার মারেন। ক্যাপ্টেন সাই কিশোর ৫ রান করে আউট হন।
ডিন্ডিগুলের হয়ে ৪ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন পি বিগনেশ। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ৩ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন সুবোধ ভাটি। অশ্বিন ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন। সন্দীপ ওয়ারিয়র ৩.৪ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন।
আরও পড়ুন:- Paris Olympics: হকিতে দুরন্ত ছন্দে ভারত, লিগের ৫ ম্যাচে কেমন খেললেন হরমনপ্রীতরা?
জবাবে ব্যাট করতে নেমে ডিন্ডিগুল ড্রাগনস ১০.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫৫ বল বাকি থাকতে ৯ উইকেট ম্যাচ জিতে ফাইনালে ওঠে তারা। ওপেন করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৩০ বলে ৬৯ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে নট-আউট থাকেন। মারেন ১১টি চার ও ৩টি ছক্কা।
এছাড়া বিমল কুমার ২৭ বলে ২৮ রান করেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ৮ বলে ৮ রান করে অপরাজিত থাকেন বাবা ইন্দ্রজিৎ। তিরুপুরের হয়ে একমাত্র উইকেটটি নেন পি ভুবনেশ্বরন। ম্যাচের সেরা হন বিগনেশ। আগামী রবিবার তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফাইনালে কোবাই কিংসের বিরুদ্ধে মাঠে নামবেন অশ্বিনরা।