নিউজিল্যান্ডের হয়ে বিগত কয়েক বছর ধরে অনবদ্য পারফরম্যান্স করছেন রাচিন রবীন্দ্র। ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে এবং পুণেতে দ্বিতীয় টেস্টে ভালো খেলেন তিনি। রাচিনের খেলা দেখে গর্বিত তাঁর পরিবার। তবে ছেলে নিউজিল্যান্ডের হয়ে খেললেও এখনও ভারতকেই সমর্থন করেন রাচিনের পরিবার, সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই ২৪ বছর বয়সী কিউয়ি ক্রিকেটার। তিনি বলেন, ‘এটা বেশ মজার ছিল। আমি আসলে একদিন সকালে আমার মায়ের সঙ্গে এই সম্পর্কে কথা বলছিলাম। যদিও আমার নিকটবর্তী পরিবার নিউজিল্যান্ডে থাকে, মা বলছিল ভারতে থাকা আমাদের পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞেস করছিল- এটা কি রাচিন? এটা কি ভারত? আমরা কাকে সমর্থন করব?’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমার মনে হয় এটা বেশ ভালো বিষয়। তাদের নিঃশর্ত সমর্থন পাওয়া ভালো এবং এটাই ভারতীয়দের গর্ব, তাই না? তাদের সঙ্গে আমার যাই সম্পর্ক হোক না কেন, তারা এখনও ভারতকে সমর্থন করছে, যা আমি মনে করি বেশ দুর্দান্ত বিষয়। তাই ভারতে টেস্ট ক্রিকেট খেলা সবসময়ই দারুণ অনুভূতি দেয় আমাকে। এখানে সমর্থকদের মধ্যে আলাদাই আবেগ রয়েছে। এখানে যেকোনও ধরণের ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আনন্দের বিষয়।’ বেঙ্গালুরুতে প্রথম টেস্টে রাচিন প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। প্রথম ইনিংসে ১৫৭ বলে ১৩৪ রান করেন তিনি। রাচিন রবীন্দ্র জানান, সেই শতরান তাঁর কাছে খুবই স্পেশাল। এর আগে গতবছর ওডিআই ওয়ার্ল্ড কাপে এই একই মাঠে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। শুধু তাই নয়, IPL ২০২৪-এ চেন্নাই সুপার কিংসের হয়ে এই মাঠেই RCB-র বিরুদ্ধে অর্ধশতরান রয়েছে তাঁর।
রাচিন বলেন, ‘বেঙ্গালুরুতে আমার পরিবারের অনেক সদস্য থাকে। যদিও তাদের সঙ্গে এখন খুব একটা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি নিশ্চিত তারা আমার খেলা টিভিতে দেখে এবং আমায় সমর্থন করে। তাই যখনই বেঙ্গালুরুতে অমি খেলি সেটা আমার জন্য খুবই স্পেশাল হয়। এই সব ছোট ছোট বিষয় দিনগুলিকে স্মরণীয় করে তোলে’। উল্লেখ্য, রাচিন রবীন্দ্র এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৯২৪ রান করেছেন, গড় ৪৪.০০। শতরান করেছেন ২টি এবং অর্ধশতরান করেছেন ৪টি। ভারতের বিরুদ্ধে রাচিন ৫টি টেস্টে ৩০৫ রান করেছেন, গড় ৪৩.৫৭। ১টি শতরান ও ১টি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।