নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্রের বাবা খুব একটা তাঁর ছেলের প্রশংসা করেন না। কিন্তু ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরে একেবারে উলটো ছবি দেখা গিয়েছে। ছেলেকে নিয়ে গর্বিত হয়ে বিশেষ বার্তা দিয়েছেন রাচিন রবীন্দ্রের বাবা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরে রাচিন রবীন্দ্রের বাবা তাঁর ছেলেকে একটি বার্তায় লিখেছিলেন, ‘আমি তোমাকে নিয়ে খুব গর্বিত’।
বাবার লেখা এই বার্তা পেয়ে নিউজিল্য়ান্ডের তরুণ অলরাউন্ডার বেশ খুব হয়েছিলেন, কারণ এই বার্তাটি তাঁর জন্য বিশেষ ছিল। তিনটি টেস্ট ম্যাচেই ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছিল নিউজিল্যান্ড। ভারতীয় বংশোদ্ভূত ২৪ বছর বয়সি খেলোয়াড় রবীন্দ্রও এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রবীন্দ্রের জন্ম ওয়েলিংটনে কিন্তু তার পরিবার বেঙ্গালুরুতে থাকত।
আরও পড়ুন… এমন করলে অস্ট্রেলিয়াতেও এই হাল হবে: BGT 2024-25 আগে গম্ভীর-কোহলিদের সতর্ক করলেন ইয়ান চ্যাপেল
সেন রেডিওকে এক সাক্ষাৎকার দেওয়ার সময়ে রাচিন রবীন্দ্র বলেন, ‘আমি আমার বাবাকে বলতে শুনিনি যে তিনি আমাকে নিয়ে খুব গর্বিত হয়েছেন। তাই আমাদের জয়ের পর তাঁর কাছ থেকে এই রকম একটা বার্তা পেয়ে খুব ভালো লাগলো।’ নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের বাবা ও মা হলেন দীপা এবং রবি কৃষ্ণমূর্তি বেঙ্গালুরুর বাসিন্দা। তার ঠাকুমা ও দাদু এখনও এই ভারতেই থাকেন। রাচিন রবীন্দ্র প্রকাশ করেছিলেন যে বেঙ্গালুরুতে খেলা প্রথম টেস্ট ম্যাচের সময় তার বাবা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। রবীন্দ্র এই ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং নিউজিল্যান্ডের আট উইকেটের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন… ওরা ১৬ জন ভাই বোন! কামরান গুলামের পরিবার নিয়ে মজা করে সমালোচনার মুখে আক্রম-গিলক্রিস্ট-ভন
রাচিন রবীন্দ্র বলেন, ‘আমার বাবা বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁকে দেখে দারুণ লেগেছিল। আমি নিশ্চিত যে আমার মা বাড়িতে ফিরে টিভিতে পুরো ম্যাচটি দেখে থাকবেন। আমার বাবা-মা যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সেখানে এটি করা খুবই বিশেষ এবং বিশেষ করে বিস্ময়কর ছিল।’ রাচিন রবীন্দ্র আরও বলেন, ‘যদিও আমি সবসময়ই বলি যে আমি একজন নিউজিল্যান্ডের বাসিন্দা, তবে মানুষকে বারবার এটা মনে করিয়ে দিতে হয় এবং সেটা ভালো বিষয়।’ ভারত বনাম নিউজিল্যান্ডের তিন টেস্ট ম্যাচের সিরিজে ৫১.২০ গড়ে সর্বোচ্চ ২৫৬ রান করেছিলেন রাচিন রবীন্দ্র।