টি-২০ সিরিজের শুরুটা লড়াকু মেজাজে করে ভারতের মহিলা-এ দল। যদিও শেষমেশ ৩ ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় মিন্নু মনিদের। এবার অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শুরুতে বড় রানের ইনিংস গড়েও হারতে হয় ভারতের মেয়েদের।
গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা-এ দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামেন ভারত। তেজল হাসাবনিস ও রাঘবি বিস্টের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৯ রান সংগ্রহ করে।
তেজল ৬৭ বলে ৫৩ রান করে আউট হন। তিনি ৭টি চার মারেন। ১০২ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন রাঘবি। তিনি ৬টি চার মারেন। ক্যাপ্টেন মিন্নু মনি ৪৪ বলে ২৭ রান করেন। তিনি ২টি চার মারেন। ৩৫ বলে ২৫ রান করে নট-আউট থাকেন শিপ্রা গিরি।
এছাড়া শুভা সতীশ করেন ৩২ বলে ১৬ রান। শ্বেতা শেরাওয়াত ১, প্রিয়া পুনিয়া ৬, সায়লি সাতঘরে ৯, মন্নত কাশ্যপ ২ ও সাইকা ইশাক ১ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি মেঘনা সিং।
অস্ট্রেলিয়ার হয়ে ৬ ওভারে ২৩ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন মেটলান ব্রাউন। ২টি করে উইকেট তুলে নেন নিকোলা হ্যানকক ও গ্রেস পার্সনস। ৮ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট নেন তালিয়া ম্যাকগ্রা।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৫০ রান তুলে নেয়। অর্থাৎ, ১৮ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় তারা।
আরও পড়ুন:- Paris Olympics: ডাকসাইটে সুন্দরী, রূপে অভিনেত্রীদেরও হার মানাবেন এই ৫ অ্যাথলিট
দাপুটে শতরান করেন ওপেনার কেটি ম্যাক। তিনি ১২৬ বলে ১২৯ রান করে সাজঘরে ফেরেন। মারেন ১১টি চার। হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা। তিনি ৬১ বলে ৫৬ রান করেন। মারেন ৫টি চার। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ২৭ রান করেন ম্যাডি ডার্ক। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ২৬ রান করেন চার্লি নট।
ভারতের হয়ে ৯ ওভারে ৪৩ রান খরচ করে ২টি উইকেট নেন মেঘনা সিং। ৭ ওভারে ৫৩ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন মিন্নু মনি। সাইকা ইশাক উইকেট না পেলেও ১০ ওভারে মোটে ৪০ রান খরচ করেন।