প্রথম ইনিংসে তারকাখচিত মুম্বইয়ের সঙ্গে কার্যত সেয়ানে সেয়ানে টক্কর দেয় হরিয়ানা। তবে দ্বিতীয় ইনিংসে তেমন প্রতিরোধ গড়তে পারেননি হরিয়ানার ব্যাটাররা। ফলে ইডেনের রঞ্জি কোয়ার্টারে চার দিনেই হারের মুখ দেখতে হয় হরিয়ানাকে। কোয়ার্টারের দাপুটে জয়ে চলতি রঞ্জি ট্রফির সেমিফাইনালের টিকিট পকেটে পোরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই।
মুম্বইয়ের প্রথম ইনিংস
ইডেনে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। তারা ৩১৫ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে। অজিঙ্কা রাহানে ৩১, সূর্যকুমার যাদব ৯, শিবম দুবে ২৮, শামস মুলানি ৯১ ও তনুষ কোটিয়ান ৯৭ রান করেন। হরিয়ানার হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন অংশুল কাম্বোজ ও সুমিত কুমার। ১টি করে উইকেট নেন জয়ন্ত যাদব ও নিশান্ত সিন্ধু।
হরিয়ানার প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে হরিয়ানা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩০১ রানে। মুম্বই প্রথম ইনিংসের নিরিখে ১৪ রানের ছোটখাটো লিড নিয়ে নেয়। ১৩৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন অঙ্কিত কুমার। নিশান্ত সিন্ধু করেন ২০ রান। শার্দুল মম্বুইয়ের হয়ে প্রথম ইনিংসে ১৮.৫ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৫৮ রানের বিনিময়ে ৬টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট নেন শামস মুলানি ও তনুষ কোটিয়ান।
মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস
মুম্বই তাদের দ্বিতীয় ইনিংসে তোলে ৩৩৯ রান। অধিনায়কোচিত শতরান করেন অজিঙ্কা রাহানে। তিনি ১৩টি বাউন্ডারির সাহায্যে ১৮০ বলে ১০৮ রান করে সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদব করেন ৮৬ বলে ৭০ রান। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। ৬৫ বলে ৪৮ রান করেন শিবম দুবে। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। হরিয়ানার হয়ে দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন অনূজ ঠাকরাল। ২টি করে উইকেট নেন অংশুল কাম্বোজ, সুমিত কুমার ও জয়ন্ত যাদব।
হরিয়ানার দ্বিতীয় ইনিংস
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য হরিয়ানার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫৪ রানের। তবে তারা শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ২০১ রানে। ১৫২ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে মুম্বই। লক্ষয় দালাল ৬৪, সুমিত কুমার ৬২ ও জয়ন্ত যাদব ২৭ রান করেন।
মুম্বইয়ের হয়ে শেষ ইনিংসে ৩৯ রানে ৫টি উইকেট নেন রয়স্টোন ডায়াস। ২৬ রানে ৩টি উইকেট দখল করেন শার্দুল ঠাকুর। ১ রান খরচ করে ১টি উইকেট নেন তনুষ কোটিয়ান।