টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দিয়ে বার্বাডোজ রয়্যালসকে জয় এনে দিলেন রাকিম কর্নওয়াল। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ৬ ম্যাচে মাঠে নেমে ৫ নম্বর জয় তুলে নেয় রয়্যালস। সেই সুবাদে তারা লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করে। যদিও ব্যাট হাতে বার্বাডোজের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন উইকেটকিপার কুইন্টন ডি'কক।
বুধবার ব্রিজটাউনে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ১৮তম ম্যাচে সম্মুখসমরে নামে আন্দ্রে ফ্লেচারের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন বার্বাডোজ রয়্যালস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সেন্ট কিটস। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকা প্যাট্রিয়টস ১৯.১ ওভারে মাত্র ১১০ রানে অল-আউট হয়ে যায়।
ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৩২ রান করেন ক্যাপ্টেন ফ্লেচার। ২২ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৫ রানের ধীর ইনিংস খেলেন জোশুয়া ডা'সিলভা। ১০ নম্বরে ব্যাট করতে নেমে এনরিখ নরকিয়া ১৭ বলে ২২ রানের আগ্রাসী ইনিংস খেলে সেন্ট কিটসকে ১০০ রানের গণ্ডি পার করান। নরকিয়া ১টি চার ও ১টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- IND vs BAN: একা শাকিবেই রক্ষে নেই, বিকল্প তৈরি বাংলাদেশের, কোচের প্রছন্ন হুঁশিয়ারি
এছাড়া এভিন লুইস ৬, কাইল মায়ের্স ১, রিলি রসউ ৯, রায়ান জন ১ ও তাবরেজ শামসি ১ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি মিকাইল লুইস ও ওডিন স্মিথ। বার্বাডোজের হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করে একাই ৫টি উইকেট দখল করেন রাকিম কর্নওয়াল। টি-২০ ক্রিকেটে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন কর্নওয়াল। সুতরাং, এটি তাঁর টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
এছাড়া ৪ ওভারে ২১ রান খরচ করে ৩টি উইকেট নেন নবীন উল হক। ১১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন ওবেদ ম্যাকয়। উইকেট পাননি মাহিশ থিকশানা ও জেসন হোল্ডার।
জবাবে ব্যাট করতে নেমে বার্বাডোজ রয়্যালস ১১.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫২ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে তারা। ওপেন করতে নেমে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন কুইন্টন ডি'কক। তিনি ৩৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। মারেন ৩টি চার ও ৪টি ছক্কা।
১৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন আলিক আথানাজে। তিনি ৩টি চার মারেন। ২ ওভারে ২২ রান খরচ করে সেন্ট কিটসের হয়ে একমাত্র উইকেটটি নিন ওয়ানিন্দু হাসারাঙ্গা। নরকিয়া ২ ওভারে ২৫ রান খরচ করেও উইকেট পাননি। ম্যাচের সেরা হন কর্নওয়াল।
উল্লেখ্য, চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ব্যর্থতার ধারা কাটিয়ে উঠতে ব্যর্থ হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তারা লিগের ৮ ম্যাচে মাঠে নেমে ৭ নম্বর হারের মুখ দেখে।