আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। দঃ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। কামব্যাক কাকে বলে, সেটাই যেন নিজের জীবনে করে দেখিয়েছেন রোহিত শর্মা। মাত্র কয়েকমাস আগের ঘটনা নিজের হাতে গড়া মুম্বই ইন্ডিয়ান্স দলেই তিনি ছিলেন ব্রাত্য। নতুন অধিনায়ক এসে জাঁকিয়ে বসেন তাঁর পদে, মাথা হেট করেই ছেড়ে দিতে হয়েছিল পদ। এরপর ড্রেসিং রুমে বিতর্কের শেষ ছিল না রোহিত,হার্দিক সম্পর্ক নিয়ে। যার ফলে আইপিএলের তলানিতে শেষ করে মুম্বই। জাতীয় দলে ফিরেই অবশ্য দল ঐক্যবদ্ধ হয়, সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের মালিক এখন রোহিত শর্মা। রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটিতে গতবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে দেশকে তুলেও জিততে পারেননি, এবার কি শিকে ছিঁড়বে রোহিত, দ্রাবিড়র জুটির? উত্তর দেবে সময়। এদিকে ফাইনাল ম্যাচের আগে আর অনুশীলন করল না ভারতীয় দল।
আরও পড়ুন-হাত বাড়াচ্ছেন কিন্তু ফস্কে যাচ্ছে....দেখুন বুমরাহর 'অপদস্থ' হওয়ার ভিডিয়ো
বৃহস্পতিবার রাতে সেমিফাইনাল ম্যাচ শেষ হয়েছিল ভারতীয় সময় প্রায় রাত দেড়টা নাগাদ। এরপর দেড় দিনের ব্য়বধানে বার্বাদোসে আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে নামবে রোহিতরা। অপশনাল প্র্যাকটিস তাই বাতিল করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ম্যাচের আগে টিম ইন্ডিয়ার দুই সদস্য এসে আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করলেন। প্রথমে ইংল্যান্ড ম্যাচে জয়ের জন্য এলেন অক্ষর প্যাটেল, পরে দঃ আফ্রিকা ম্যাচ নিয়ে বলতে এলেন কোচ রাহুল দ্রাবিড়। এর আগে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ক্রিকেটার হিসেবে এবং ২০২৩ বিশ্বকাপ ফাইনালে কোচ হিসেবে ট্রফি হেরেছেন। থার্ড টাইম কি লাকি হতে পারবেন মিস্টার ডিপেন্ডেবল, উত্তর দিলেন তিনি?
আরও পড়ুন-আমরা এটায় পারদর্শী, আমাদের বোঝাতে আসিস না-রিভার্স সুইং নিয়ে রোহিতকে তোপ ইনজির
বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেন, ‘বিরাটকে তোমরা জানো,বিষয়টা হচ্ছে যখন অত্যাধিক ঝুঁকি নিয়ে খেলতে হয়, তখন এরকম ঘটনা মাঝে মধ্যে হয়ে যায় যখন ব্যাটে রান আসে না। ও ভালো একটা ছয় মেরেছিল, কিন্তু বলটা বেশি সিম হওয়ায় আউট হয়েছে, ওর খেলার স্টাইল আমার ভালোই লেগেছে। আমি কোনও কারোর জন্য বিশ্বকাপ জিততে চাই না। আমরা এতদূর এসেছি বিশ্বকাপ জিততে, সেই কারণেই ট্রফি জিততে চাই’। উল্লেখ্য কদিন আগেই বীরেন্দ্র সেহওয়াগ ক্রিকেটারদের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে রাহুল দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ জেতেন তাঁরা।
আরও পড়ুন-এবারও 'আনলাকি' কেটলবরো থাকছেন ফাইনালে, তাও কিছুটা স্বস্তি পেতে পারেন রোহিতরা
এদিকে ইংল্যান্ড ম্যাচে ব্যাট হাতে ১০ রান এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া অক্ষর প্যাটেল বলছেন, ‘ আমরা জানতান এই রান আমরা ডিফেন্ড করে নেব। আমরা ভেবেছিলাম ১৫০ রানই যথেষ্ট, সেখানে ১৭০ রান আসায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। রোহিত শর্মার সঙ্গেও কথা বলেছিলাম, এই উইকেটে বল খুব ঘুরছিল আর নিচে থাকছিল। ঠিকঠাক প্ল্যানিং কাজে লাগাতেই জয় এসেছে’।