ভারতীয় দলের কোচের পদে বসেছেন গৌতম গম্ভীর। শনিবার থেকেই কোচ হিসেবে পথ চলা শুরু হবে গৌতির। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের প্রথম ম্যাচ আজ। তাঁর আগেই উত্তরসুরীর জন্য বিশেষ বার্তা পাঠালেন রোহিতদের প্রাক্তন হেডস্যার। যার ফেলে যাওয়া আসনে বসেছেন, সেই রাহুল দ্রাবিড়ের থেকে বিশেষ বার্তা পেয়ে আপ্লুত গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই বার্তা নেটমাধ্যমে দিতেই তা ভাইরাল হয়ে গেছে। রগচটা গম্ভীরের জন্য পরামর্শও দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
আরও পড়ুন-শ্রেয়শ-হর্ষিত সুযোগ পেলেও ভারতীয় দলে ডাক পাননি তিনি! কাউন্টি খেলে ফর্মে ফিরতে মরিয়া বেঙ্কটেশ
বিসিসিআইকে দেওয়া ভারতীয় দলের নতুন কোচের জন্য বিশেষ শুভেচ্ছা বার্তায় রাহুল দ্রাবিড় বলেছেন, ‘ গৌতম, তোমায় স্বাগত সব থেকে উত্তেজিত কাজের জন্য, অর্থাৎ ভারতীয় দলের কোচের পদে বসার জন্য। তিন সপ্তাহ কেটে গেছে, আমার মেয়াদ শেষ হয়েছে। অবিশ্বাস্যভাবেই আমার মেয়াদ শেষ হয়েছে ভারতীয় দলের হয়ে। সেটা বার্বাদোসেও এবং অবশ্যই মুম্বইতে, যা আমি কখনও ভুলতে পারব না। ভারতীয় দলের কোচ হিসেবে আমি চাইব, তুমিও এই সাফল্য পায়। অবশ্যই আশা করব সব সময় ফুল ফিট স্কোয়াড পাবে, সেই জন্য তোমায় গুড লাক। আমি তোমার সৌভাগ্যের জন্য প্রার্থনা করব, কারণ আমাদের সবই সময়ই একটু ভাগ্যের প্রয়োজন হয়, যেটা আমাদের অনেক সাহায্য করে। তোমার দলের সতীর্থ হিসেবে আমি তোমায় দেখেছি কঠিন পরিস্থিতিতে নিজের সেরাটা দিতে সব সময়, বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কখনও এক ইঞ্চিও জমি ছাড়তে না, সেটা দেখেছি তোমার সঙ্গে ব্যাটিং বা ফিল্ডিং করার সময়। ’
আরও পড়ুন-যাত্রা শুরু প্যারিস অলিম্পিক্সের! জমকালো অনুষ্ঠানে তাক লাগালো ফ্রান্স!
রোহিতদের প্রাক্তন হেডস্যার শুভেচ্ছাবার্তায় আরও বলেন, ' আইপিএলের সময় দেখেছি, গৌতম তুমি সব সময় যুব ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পছন্দ করতে আর জেতার মানসিকতা রাখ। ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারো। আমি জানি ভারতীয় ক্রিকেটের প্রতি কতটা দায়বদ্ধ তুমি। তোমার প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তবে একটা কথা বলতে পারি, খারাপ সময়ও তুমি একা থাকবে না। তোমার পাশে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, সমর্থকরাও থাকবে। একজন কোচের হাত থেকে আরেকজন কোচের হাতে ব্যাটন ওঠার আগে বলতে চাই, উত্তেজনার সময় কঠিন পরিস্থিতিতে এক পা পিছিয়ে আসবে সব সময়। ইচ্ছা না থাকলেও মুখে হাসি আনার চেষ্টা করবে। আমি তোমায় অনেক শুভেচ্ছা জানাই, আমি জানি তুমি ভারতীয় ক্রিকেটকে অনেক সাফল্য দেবে'।
আরও পড়ুন-খোশমেজাজে ফিল্ডিং অনুশীলন সিরাজ-সঞ্জুদের, কাজ শুরু টি দিলীপের…ভিডিয়ো
মুগ্ধ হয়ে গৌতম গম্ভীর তখন রাহুল দ্রাবিড়কে নিয়ে বলেন, ‘আমি জানিনা এর প্রতিক্রিয়ায় কি বলব। এই বার্তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে নয় যে আমি ওনার পদে বসছি, কিন্তু এই কারণে যে আমার চোখে দেখা সব থেকে নিঃস্বার্থভাবে খেলা ক্রিকেটার উনি। যখনই আমি খেলেছি ওনার সঙ্গে, এটাই ভেবেছি। অনেক সাক্ষাৎকারেও আমি এই কথাই বলেছি। রাহুল ভাই দেশের জন্য অনেক কিছু করেছে। ওনার থেকে আগামী প্রজন্ম এবং এই প্রজন্মের ক্রিকেটারদের অনেক কিছু শেখার রয়েছে। উনি বুঝিয়ে দিয়েছেন ব্যক্তি নয়, দেশই বড়। আমি সচরাচর আবেগপ্রবণ হইনি, কিন্তু এই মেসেজ সত্যি আমায় আবেগতাড়িত করছে। চেষ্টা করবে নিষ্ঠার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে কাজ করব, আর ওনাকে গর্বিত করব’।