টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সফলতম কোচেদের মধ্যে একজন। এমন মহাতারকা হওয়া সত্ত্বেও রাহুল দ্রাবিড় বরাবর মাটির মানুষ। খেলার মাঠেও কখনই তাঁকে সুপারস্টার ইমেজ নিয়ে বাকিদের থেকে দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। মাঠের বাইরে ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই সহজ-সরল দ্রাবিড়।
গত টি-২০ বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়। তাঁকে অলিম্পিক্সের মাঝে প্যারিসেও দেখা যায়। সম্প্রতি বেঙ্গালুরুতে রাহুলকে এমন মেজাজে দেখা গেল, যা থেকেই বোঝা যায় কতটা মাটিতে পা রেখে চলেন তিনি।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে দ্রাবিড়কে ফের ক্রিকেট খেলতে দেখা যায়। যদিও ধড়াচূড়া পড়ে বাইজগজে নেমে পড়তে দেখা যায়নি টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন হেড কোচকে। বরং তাঁকে রীতিমতো গলি ক্রিকেটে মেতে উঠতে দেখা যায়।
আসলে দ্রাবিড় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিলেন। সেখানেই তিনি এনসিএর সাধারণ কর্মীদের সঙ্গে পার্কিং এরিয়ায় গলি ক্রিকেটে মেতে ওঠেন। এক্ষেত্রে রাহুলকে ব্যাট করতে নয়, বরং বল করতে দেখা যায়। বল করার পরে ফিল্ডারদের দিকে যেরকম উৎসুকভাবে তাকিয়েছিলেন দ্রাবিড়, বোঝা যায় যে, তিনি খেলায় কতটা মশগুল ছিলেন।
রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সেই সুবাদে এনসিএ কর্মীদের সঙ্গে তাঁর পরিচয় পুরনো। তবে সাধারণ কর্মীদের সঙ্গেও তাঁর সম্পর্ক কতটা আন্তরিক, সেটা বোঝা যায় এই ঘটনায়। এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি দ্রাবিড়ের ছেড়ে যাওয়া চেয়ার সামলাচ্ছেন ২০২১ থেকেই।
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল ৩টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের ট্রফি দিয়ে ভারতীয় দল বিদায় জানায় দ্রাবিড়কে। ভারতের হেড কোচ হিসেবে দ্রাবিড়ের সব থেকে উজ্জ্বল মুহূর্ত হিসেবে নিশ্চিতভাবেই চিহ্নিত হয়ে থাকবে টি-২০ বিশ্বকাপ জয়।
জাতীয় দলের দায়িত্ব সামলানোর পরে রাহুল দ্রাবিড় এখনও নতুন করে কোনও ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হননি। তবে তাঁর কোচ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ফেরার সম্ভাবনা প্রবল। ওদিকে ইংল্যান্ড ক্রিকেটমহলেরও নজর রয়েছে রাহুলের দিকে। কেননা সীমিত ওভারের ক্রিকেটে বাটলারদের নতুন হেড কোচ খুঁজছে ইসিবি।