২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর, তাঁর পরিবর্ত কে হবেন? উঠে আসছে বহু নাম। তার মধ্যে গৌতম গম্ভীরের নাম জোরালো ভাবে উঠে আসছিল। আসলে এবারের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত পারফরম্যান্সের পরেই গম্ভীরকে নিয়ে জল্পনা তীব্র আকার নিয়েছিল। এখন শোনা যাচ্ছে, গম্ভীরের সঙ্গে নাকি চূড়ান্ত কথাবার্তা পাকা হয়ে গিয়েছে বিসিসিআই-এর। শুধু নাম ঘোষণার অপেক্ষা।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। এবং তিনি এই পদের জন্য পুনরায় আবেদন করবেন না বলেই জানা গিয়েছে। আর সেই জায়গায় বিসিসিআই ভারতীয় কাউকেই কোচ করতে চেয়েছিল। তারা প্রথমে ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসেবে চেয়েছিল। কিন্তু তিনি রাজি নন। তাই গম্ভীরের নাম উঠে এসেছিল। এবার জানা গিয়েছে, গৌতির নাম চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যদিও আনুষ্ঠানিক ভাবে কোনও কিছু নিশ্চিত করা হয়নি। তবে সম্ভবত গৌতম গম্ভীর প্রধান কোচের পদের জন্য ইতিমধ্যে আবেদন করেছেন। পদের জন্য আবেদনপত্র পাঠানোর শেষ দিন ছিল সোমবার (২৭ মে)। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বিসিসিআই এবং গৌতম গম্ভীরের মধ্যে আলোচনা চলছে। বোর্ড অন্যান্য প্রার্থীদের সঙ্গেও কথোপকথন চালাচ্ছে, তবে গম্ভীরই প্রথম পছন্দ।
আরও পড়ুন: ছেলেরা পাগল হচ্ছে.... হঠাৎ নাইট কোচের কথা থামিয়ে কী বললেন গম্ভীর- ভিডিয়ো
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, একজন শীর্ষস্থানীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক, যিনি বিসিসিআই-এর সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত, তিনি গম্ভীরের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং দাবি করেছেন, গম্ভীরের সঙ্গে নাকি গম্ভীরের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হবে। পাশাপাশি বিসিসিআই-এর সঙ্গে যুক্ত একজন নামকরা ধারাভাষ্যকার ইঙ্গিত দিয়েছেন যে, গম্ভীরকে কোচ হিসেবে চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: মন্নাতে বসে গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন শাহরুখ, কিছুই টের পাননি LSG কর্ণধার- রিপোর্ট
রবিবার ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর, বিসিসিআই সচিব চিপকেই ২০১১ সালের বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে দেখা করেন। এবং তাঁকে অভিনন্দনও জানান। সেই সময়েই দু'জনকেই বহুক্ষণ একসঙ্গে কথা বলতে দেখা যায়। যার পর থেকে গম্ভীরের নাম নিয়ে আলোচনা তীব্র হয়।
আগেই জানা গিয়েছিল, গম্ভীর তাঁর ঘনিষ্ঠ মহলে ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তবে এমনও শোনা যাচ্ছিল, কেকেআর-এর অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খানের সঙ্গে কথা বলার পরেই সরকারি ভাবে যা করার গৌতি করবেন। তবে এখন যা খবর, তাতে দ্রাবিড়ের পর রোহিত শর্মাদের দায়িত্ব নিতে চলেছেন গম্ভীরই। সে ক্ষেত্রে গম্ভীরের সঙ্গে আরও এক বার বিচ্ছেদ হবে কেকেআর-এর।