বাংলা নিউজ > ক্রিকেট > 'কি ভাগ্যিস! ওটা আমার শেষ ম্যাচ ছিল, নাহলে ছেলেরা আমায়',কোন ভুলের কথা দ্রাবিড়ের গলায়?

'কি ভাগ্যিস! ওটা আমার শেষ ম্যাচ ছিল, নাহলে ছেলেরা আমায়',কোন ভুলের কথা দ্রাবিড়ের গলায়?

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। ছবি- এএনআই (FIH_Hockey - X)

কোথায় কোচিং করাবেন জানেন না রাহুল দ্রাবিড়। আপাতত, স্ত্রী বিজেতা পেন্ধারকর তাঁকে বলেছেন ছেলেদের খেলায় রাখতে। মজা করে সাক্ষাৎকারে সঞ্চালকের উদ্দেশ্য ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেন, যদি তাঁর কাছে ভালো প্রস্তাব থাকে তাহলে যেন দ্রাবিড়কে তিনি জানান, সেক্ষেত্রে বায়োডাটা পাঠাবেন মিস্টার ডিপেন্ডেবল।

মানুষের বয়স যতই বাড়ুক না কেন, ভিতরে একটা শিশুসত্ত্বা থেকেই যাচ্ছে। কখনও প্রকাশ পায়, কখনও পায়না। এই যেমন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে। গতবছর নভেম্বর মাসে বিশ্বকাপ ফাইনালে হেরে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিলেন, কিন্তু মিস্টার ডিপেন্ডেবলের ওপর দল কতটা নির্ভর করে, সেটা বুঝিয়ে তাঁকে আরও সাত মাসের জন্য কোচের পদে থাকার জন্য রাজি করান রোহিত শর্মারা। 

 

সেদিন তাঁদের অনুরোধ মেনে নিয়ে দ্রাবিড় যে কোনও ভুল সিদ্ধান্ত নেননি, সেটা টি২০ বিশ্বকাপ জিতে গুরুকে প্রমাণ করে দেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর বিশ্বকাপ জয়ের পরই লাজুক শান্ত স্বভাবের দ্রাবিড়েরও উচ্ছাসের বাঁধ ভাঙে। বিরাট কোহলি নিজে হাতে ট্রফি এনে দ্রাবিড়ের হাতে তুলে দিতেই আনন্দে আত্মহারা হয়ে যান ২০০৩ এবং ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা সহ্য করা দ্রাবিড়, বেড়িয়ে পড়ে তাঁর ভিতরে লুকিয়ে থাকা একটা শিশুসত্ত্বা।

আরও পড়ুন-Intercontinental Cup- ১৭৯-এ থাকা মরিশাসের সঙ্গেও ড্র! ম্যানোলো বললেন,‘এর থেকে খারাপ আর ভারত খেলবে না’…

দ্রাবিড় অবশ্য এখনও যেন বিশ্বাস করতে পারছেন না, সেদিন তাঁর মধ্যে ঠিক কি হয়েছিল। সেদিনের উন্মাদনায় গা ভাসানো দ্রাবিড়কে নিজেই এখন চিন্তে পারছেন না সদ্য প্রাক্তন হওয়া কোচ। বলছেন, ছেলেদের এতদিন যা শিখিয়েছেন, সব কিছুর উল্টো কাজ করেছিলেন বিশ্বকাপ জেতার পর। 

 

দ্রাবিড়ের কথায়, ‘আমরা অনেক পরিশ্রম করেছিলাম এবং মরিয়া ছিলাম ট্রফি জেতার জন্য। এত চেষ্টা লড়াইয়ের পর এমন মূহূর্তে পেলে সেটা সেলিব্রেট করতে ইচ্ছাও করে। আমি এখনও সেই ভিডিয়ো গুলো ছেলেদের দেখাতে পছন্দ করিনা, মনে হয় সেদিন আমি পাগোল হয়ে গেছিলাম আনন্দে। আমি ছেলেদের সব সময়ই বলি খেলায় ওঠা নামা থাকবে, তাতে হতাশ না আনন্দিত না হতে। সব সময় একটা ভারসাম্য রাখতে। কি ভাগ্যাস ওটা আমার শেষ ম্যাচ ছিল, নাহলে ছেলেরা আমায় বলত যে আমি মুখে একরকম বলছি, আর কাজে অন্যরকম করছি  ’।

আরও পড়ুন-ফাইনালে ওঠা হল না বোপান্নাদের,সেমিতে হার! ১৫ বছর পর US Open-এ খরা কাটছে মার্কিনদের,সেমিতে রিটজ-টিয়াফো…

দ্রাবিড় বলছেন, ‘পুরস্কার পাওয়ার ইতিবাচক দিকটি হল, এটা বুঝিয়ে দেয় ক্রিকেটের ময়দানে কোন কোন ভালো নিদর্শন আমরা রাখতে পেরেছি। কিন্তু আসল সত্য এবং বাস্তব হল, আমরা যত না সাফল্য পেয়েছি ক্রিকেটে, তার থেকে অনেক বেশিবার ব্যর্থ হয়েছি। দীর্ঘ কেরিয়ারে ব্যর্থতা এবং মন খারাপের তালিকাটা অনেক দীর্ঘ। কিন্তু ক্রিকেটার বা কোচ হিসেবে যেটা আনন্দ দেয় সেটা হল, এই ব্যর্থতা কাটিয়ে যখন বড় ইভেন্টে ট্রফি জেতা যায়, টেস্ট ম্যাচ জেতা যায়’।

আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োর সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…

ভারতীয় দলের কোচের পদ ছাড়ার পর এখনও কোনও দলে যোগ দেননি তিনি। কোথায় দেখা যাবে তাঁকে ভবিষ্যৎে, এই প্রশ্নের উত্তর দ্রাবিড় এখনই দিতে পারছেন না। বরং জানালেন, স্ত্রী বিজেতা পেন্ধারকর তাঁকে বলেছেন ছেলেদের খেলায় রাখতে। মজা করে সাক্ষাৎকারে সঞ্চালকের উদ্দেশ্য ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেন, যদি তাঁর কাছে ভালো প্রস্তাব থাকে তাহলে যেন দ্রাবিড়কে তিনি জানান, সেক্ষেত্রে বায়োডাটা পাঠাবেন মিস্টার ডিপেন্ডেবল।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.