শনিবার থেকে আসল পরীক্ষা শুরু হবে টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের। ২৭ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ খেলবে ভারত। এই ম্যাচের হাত ধরেই ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হবে। বিশেষ করে টি২০ ফর্ম্যাটের ক্ষেত্রে।
রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো তারকারা টি২০ বিশ্বকাপের পরেই, এই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেটে কোচ রাহুল দ্রাবিড়ের জামানাও শেষ হয়ে গিয়েছে। টি২০ দলের নতুন অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। তাই সূর্যের এই টিমের সামনে এখন নতুন চ্যালেঞ্জ, যেটা কিন্তু সহজ নয়। কারণ ভারত এখন টি২০ বিশ্বকাপ জয়ী দল। সেই মাপকাঠি কিন্তু বজায় রাখতে হবে সূর্যের টিমকেও।
আরও পড়ুন: ভারতকে দ্বিপাক্ষিক T20I সিরিজের কোনও প্রস্তাবই দেওয়া হয়নি- ভোল বদলে দাবি PCB-র
এদিকে গম্ভীর নিজেই স্বীকার করেছেন যে, তিনি একটি খুব সফল দলের দায়িত্ব নিতে চলেছেন, যে দলটি দ্রাবিড়ের অধীনে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল। এবং এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে।
আরও পড়ুন: সঞ্জু, রুতু, অভিষেকরা কি দলে জায়গা পাওয়ার যোগ্য নন? জবাব দিতে গিয়ে হোঁচট খেলেন আগরকর
২০২৩ সালে জোড়া ব্যর্থতায় মুষড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। ট্রফির একেবারে কাছে পৌঁছেও, অধরা থেকে গিয়েছিল সাফল্য। বিশেষ করে ওডিআই বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে ভারতই ফেভারিট ছিল। তারা টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়েছিল রোহিতদের। তবে ২০২৪ টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া কোনও ম্যাচ না হেরে অপরাজিত থেকে শিরোপা জিতে নেয়। আর এর পরেই বার্বাডোজে ঘটে আবেগের বিস্ফোরণ। মাঠের মধ্যেই প্রকাশ্যে প্রায় সব প্লেয়ারই কোনও না কোনও সময়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। শুধু তাই নয়, আবেগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারা রাহুল দ্রাবিড়কেও টি২০-তে বিশ্ব জয়ের পর তরুণ খেলোয়াড়দের মতোই সেলিব্রেশনে ভেসে যেতে দেখা গিয়েছিল।
রবিচন্দ্রন অশ্বিন, যিনি অনিল কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে দ্রাবিড়ের কোচিংয়ে খেলার সময়েই ৫০০ টেস্ট উইকেটের মাইলস্টোন পার করেছেন, বলছিলেন যে, প্রাক্তন ভারত অধিনায়ক ট্রফিটি হাতে তুলে নিয়ে আনন্দে উচ্ছ্বাসে চিৎকার করে উঠেছিলেন। এটি তাঁর জন্য একটি বড় মুহূর্ত ছিল। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘বিরাট কোহলি যখন রাহুল দ্রাবিড়কে ডেকে তাঁর হাতে কাপটি তুলে দেন, ওকে কাপটি জড়িয়ে ধরে কাঁদতে দেখেছি আমি। রাহুল দ্রাবিড় চিৎকার করে কেঁদে ফেলেছিলেন। আমি ওকে সেই মুহূর্তটি উপভোগ করতে দেখেছি। আমি এটা অনেক বেশি অনুভব করেছি।’