আন্দ্রে রাসেলের অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রান-আউট হয়ে গেলেন রাহুল ত্রিপাঠী। তিনি যে কায়দায় রান-আউট করলেন, সেটা কেকেআরের জার্সি পরে তাঁর সেরা ফিল্ডিংয়ের তালিকায় থাকবেই। সেই রান-আউট দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় স্বয়ং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানকে। তারইমধ্যে আবদুল সামাদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে যাওয়ার পরে যেভাবে হতাশায় ভেঙে পড়েন রাহুল এবং ড্রেসিংরুমে ওঠার রাস্তায় মাথা নীচু করে বসে পড়েন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মনখারাপ হয়ে গিয়েছে নেটিজেনদের। কেউ-কেউ বলতে শুরু করেন, ‘কেউ দয়া করে ওকে হাগ করে আসুন।’
কীভাবে রাহুলকে রান-আউট করেন রাসেল?
১৪ তম ওভারের দ্বিতীয় বলে সেই রান-আউটের ঘটনা ঘটে। সুনীল নারিনের প্রথম বলেই ছক্কা হাঁকান সামাদ। দ্বিতীয় বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে রাসেলের বাঁ-দিকে কাট করেন সানরাইজার্সের ব্যাটার। রাসেল ঝাঁপিয়ে পড়ে দু'হাত দিয়ে বলটা আটকান। ওঠার আগেই শুয়ে-শুয়ে বলটা কোনদিকে ছুড়বেন, সেটা দেখেন। সেজন্য কিছুটা থেমে থাকেন। তারপর স্ট্রাইকার এন্ডের দিকে বলটা ছুড়ে দেন রাসেল। সহজ রান-আউট করে দেন কেকেআরের উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ।
কেকেআরের উইকেটকিপার অবশ্য প্রাথমিকভাবে নন-স্ট্রাইকার এন্ডের দিকে বলটা ছুড়তে গিয়েছিলেন। সম্ভবত রাহুলকে আউট করার জন্য সেদিকে বলটা ছুড়তে যান। কিন্তু সামাদের কিছুটা স্বার্থপরের মতো আচরণের কারণে রাহুলকে স্ট্রাইকার্স এন্ডের দিকে আসতে বাধ্য হন। সেটা দেখে তাঁর দিকের স্টাম্পই ভেঙে দেন গুরবাজ। তার জেরে ৩৫ বলে ৫০ রানে আউট হয়ে ফিরে যেতে হয় রাহুলকে। আর দোষটা একেবারেই তাঁর ছিল না।
হতাশায় ভেঙে পড়েন রাহুল
রান-আউট হওয়র পরে একেবারে ভেঙে পড়েন রাহুল। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ড্রেসিংরুমে পৌঁছানোর আগে একটা লম্বা পথ সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হয়। রাহুল এতটাই ভেঙে পড়েন যে ওই সিঁড়ি দিয়ে ওঠার ইচ্ছাটুকুও ছিল না। সেখানেই বসে পড়েন। ব্যাটটা হাতে ধরে কোলে মাথা রেখে বসে থাকেন রাহুল। যা দেখে নেটিজেনদের হৃদয় ভেঙে গিয়েছে।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক সানরাইজার্স ফ্যান বলেন, ‘দুর্দান্ত খেলেছেন চ্যাম্প (চ্যাম্পিয়ন)। শুধুমাত্র (মিচেল) স্টার্কের আগুনে স্পেল সামলে দেননি, ম্যাচে আমাদের ফিরিয়ে আনেন।’ অপর এক নেটিজন বলেন, 'আজকের সবথেকে হৃদয়বিদারক ছবি। চোখের জল নিয়ে সিঁড়িতে বসে পড়েন রাহুল ত্রিপাঠী। উনি একদম ভেঙে পড়েছেন। আপনি আপনার সেরাটা উজাড় করে দিয়েছেন। ভালোবাসা নেবেন রাহুল।'
আরও পড়ুন: Starc castles Head: দ্বিতীয় বলেই হেডের স্টাম্প গুঁড়িয়ে দিলেন স্টার্ক, DRS নিলে পেতেন আরও ১টি উইকেট