আইপিএলে এবারে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি। ক্যাপটেনস আর্ম ব্যান্ড হাতে না থাকলেও তিনি খেলেছেন সত্যিকারের চ্যাম্পিয়নের মতো। দল জিতুক না জিতুক, তিনি নিজের খেলায় সন্তুষ্ট হবেনই। রাজস্থান রয়্যালসের বিপক্ষে অবশ্য তাঁর ব্যাট থেকে বড় রান আসেনি, কিন্তু রোজ রোজ তিনিই রান করবেন, দলকে জেতাবেন তেমন সব ক্ষেত্রে সম্ভবও নয়। শুনতে অত্যন্ত লজ্জার হলেও আরসিবি দলের বাকি তিন বিদেশি ব্যাটার ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিন মিলে করেছেন এবারের আইপিএলে ৭৪৫ রান, সেখানে বিরাট একাই করেছেন ৭৪১ রান। স্বাভাবিকভাবেই এমন ক্রিকেটারের মুখোমুখি হওয়ার জন্য তো মুখিয়েই থাকবেন বোলাররা, তেমনই হয়েছে রাজস্থান রয়্যালস ম্যাচের আগেও। বিরাট কোহলি জাতীয় দলের সতীর্থ, ম্যাচের আগেই বিরাটকে টেক্সট করে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন।
আরও পড়ুন-নাচতেই পারেনা বেঙ্কি, সুয়াশের চুল কাটে দর্জি,শ্রেয়সকে নিয়ে কি বললেন রাসেল-নারিন?
বিরাট কোহলিকে ম্যাচের আগে রাজস্থান রয়্যালস দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন একটি টেক্সট পাঠিয়েছিলেন, সেখানে লেখা ছিল,' চলো আরও একবার আমরা লড়াই করি'। এই তথ্য রাজস্থানের তারকা ক্রিকেটার অশ্বিন নিজেই জানিয়েছেন। আরসিবির বিরুদ্ধে বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে অশ্বিন ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। চলতি আইপিএলে ৯ উইকেট নিয়েছেন তিনি, ইকোনমি রেট ৮.৩১। শুরুটা অবশ্য মোটেই ভালো হয়নি তাঁর।
আরও পড়ুন-তাল ঠুকছিলেন রায়াডু,তুষার...RCB হারতেই দিলেন খোঁচা
রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষেই সুনীল নারিনকে টপকে গেছেন এই বর্ষিয়ান স্পিনার। উঠে এসেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের নিরিখে পঞ্চম স্থানে। সেই অশ্বিন বলছেন, ‘এবারের আইপিএল আমার কাছে দুটি আলাদা অর্ধের মতো। প্রথমার্ধে আমি নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলাম না। টেস্ট সিরিজের পর চোট থেকে ফিরছিলাম। তবে শেষ কয়েকটা ম্যাচে আমার মনে হয়েছিল, আমি ভালো বল করছি। তাই বিরাটকে টেক্সট করেছিলাম, চলো আরও একবার লড়াই হয়ে যাক। এখানে লুকিয়ে যাওয়ার কোনও ব্যাপারই নেই, যে শেষ কয়েকটা ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি, তাই পুরো বিষয়টা ভুলে নতুন করে শুরু করতে হত। আর আইপিএল কর্তৃপক্ষ শিশিরের বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে , যাতে বোলারদের সমস্যা না হয়’।
আরও পড়ুন-শুক্রবারই মিলবে সুনীলের শেষ ম্যাচের টিকিট, কালোবাজারি রুখতেই অভিনব টোটকা IFA-র
প্রসঙ্গত এবারের আইপিএলের ফাইনালে উঠতে গেলে ট্রাভিস হেড, এনরিখ ক্লাসেন, অভিষেক শর্মাদের বিপক্ষেও গত ম্যাচের পারফরমেন্সই বজার রাখতে হবে রবিচন্দ্রন অশ্বিনকে, কারণ ম্যাক্সওয়েল বা ডুপ্লেসির তুলনায় এবারের আইপিএলে অনেক বেশি ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ।