আইপিএলের প্লে অফ থেকেই এবারে বিদায় নিয়েছিল রাজস্থান রয়্যালস দল। শুরুর দিকে দুরন্ত ছন্দে ছিল জয়পুরের এই দল। কিন্তু ক্রমেই ফর্ম হারায় তাঁরা। এরই মধ্যে কাজ আরও কঠিন হয়ে যায়, তাঁদের দলের প্রধান তারকা জোস বাটলার দল ছেড়ে দেশে ফেরায়। আইপিএলের প্লে অফে গিয়ে আরসিবিকে হারালেও সানরাইজার্সকে আর হারাতে পারেনি তাঁরা, এক্ষেত্রে ব্যাটিং ব্যর্থতাই মূল কারণ। রাজস্থানের সামনে জয়ের জন্য তেমন বড় কোনও টার্গেট ছিল না মোটেই। এবারের আইপিএলে সেই তিন দলের মধ্যে রাজস্থান অন্যতম যারা, ২০২৪-এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারাতে সক্ষম হয়েছিল। তাঁরা শুরুর দিকে লিগ টেবিলে সবার ওপরে থাকলেও ক্রমেই হারতে হারতে এক সময় চাপে পড়ে যায়, এলিমিনেটরে ঘুরে দাঁড়ালেও শেষরক্ষা হয়নি। এরই মধ্যে রাজস্থান রয়্যালস সোশাল মিডিয়া টিম এমন কীর্তি করল, যাতে অবাক হয়ে গেছে নেটমাধ্যম।
আরও পড়ুন-জিতল নাইট রাইডার্স তবে চিপকের মাঠে SRK-র গলায় সিএসকে ধ্বনি, দেখুন ভিডিয়ো
আইপিএল শেষের পর রাজস্থান রয়্যালস দলের প্রত্যেক সদস্যকে নিয়ে একটি গ্রুপ ছবি পোস্ট করা হয়, যা আগে থেকেই তুলে রাখা হয়েছিল। সেখানে প্রথম সারিতেই ছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, জোস বাটলার, চাহাল, সন্দীপ শর্মারা। প্রথম সারিতেই একদম কোণে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে, কিন্তু তাঁর ছবিটা ছিল কেমন একটা ব্যাঁকা, যা দেখেই হাসাহাসি শুরু হয়ে যায় নেটমাধ্যমে। ফটোশপ করা সেই ছবি নিয়েই পাল্টা সাফাই দিতে দেখা গেল রাজস্থান রয়্যালসকে।
আরও পড়ুন-IPL 2024-প্লে অফে টানা অর্ধশতরান,বিরাট-রোহিতদের পিছনে ফেলে রেকর্ড KKR-এর বেঙ্কটেশ আইয়ারের
আসলে ফটোশ্যুট মিস করা রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আরসিবির বিপক্ষে ভালো বোলিংও করতে দেখা যায় তাঁকে। তাই গ্রুপ ফটো থেকে তাঁকে বাদ দিতে চায়নি রয়্যালস শিবির। সেই কারণে ফটোশপ করে তাঁকে ঢোকানো হয়েছিল। এরপর ট্রোল শুরু হতেই পাল্টা পোস্ট করল রাজস্থান শিবির। সেখানে মির্জাপুর সিনেমার এক সংলাপের আদলে বার্তা দেওয়া হয় নেটিজেনদের।
আইপিএলের প্লে অফ থেকেই এবারে বিদায় নিয়েছিল রাজস্থান রয়্যালস দল। শুরুর দিকে দুরন্ত ছন্দে ছিল জয়পুরের এই দল। কিন্তু ক্রমেই ফর্ম হারায় তাঁরা। এরই মধ্যে কাজ আরও কঠিন হয়ে যায়, তাঁদের দলের প্রধান তারকা জোস বাটলার দল ছেড়ে দেশে ফেরায়। যথারীতি আইপিএলের প্লে অফে গিয়ে আরসিবিকে হারালেও সানরাইজার্সকে আর হারাতে পারেনি তাঁরা, এক্ষেত্রে ব্যাটিং ব্যর্থতাই মূল কারণ। রাজস্থানের সামনে জয়ের জন্য তেমন বড় কোনও টার্গেট ছিল না মোটেই। এবারের আইপিএলে সেই তিন দলের মধ্যে রাজস্থান অন্যতম যারা, এবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে হারাতে সক্ষম হয়েছিল। তাঁরা শুরুর দিকে লিগ টেবিলে সবার ওপরে থাকলেও ক্রমেই হারতে হারতে এক সময় চাপে পড়ে যায়, এলিমিনেটরে ঘুরে দাঁড়ালেও শেষরক্ষা হয়নি। এরই মধ্যে রাজস্থান রয়্যালস সোশাল মিডিয়ায় এমন কীর্তি করল, যাতে অবাক হয়ে গেছে নেটমাধ্যম।
আরও পড়ুন-জিতল নাইট রাইডার্স তবে চিপকের মাঠে SRK-র গলায় সিএসকে ধ্বনি, দেখুন ভিডিয়ো
আইপিএল শেষের পর রাজস্থান রয়্যালস দলের প্রত্যেক সদস্যকে নিয়ে একটি গ্রুপ ছবি তোলা হয়। সেখানে প্রথম সারিতেই ছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, জোস বাটলার, চাহাল, সন্দীপ শর্মারা। প্রথম সারিতেই একদম কোণে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে, কিন্তু তাঁর ছবিটা ছিল কেমন একটা ব্যাঁকা, যা দেখেই হাসাহাসি শুরু হয়ে যায় নেটমাধ্যমে। ফটোশপ করা সেই ছবি নিয়েই পাল্টা সাফাই দিতে দেখা যায় রাজস্থান রয়্যালসকে।
আরও পড়ুন-IPL 2024-প্লে অফে টানা অর্ধশতরান,বিরাট-রোহিতদের পিছনে ফেলে রেকর্ড KKR-এর বেঙ্কটেশ আইয়ারের
আসলে ফটোশ্যুট মিস করা রবিচন্দ্রন অশ্বিন রাজস্থান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আরসিবির বিপক্ষে ভালো বোলিংও করতে দেখা যায় তাঁকে। তাই গ্রুপ ফটো থেকে তাঁকে বাদ দিতে চায়নি রয়্যালস শিবির। সেই কারণে ফটোশপ করে তাঁকে ঢোকানো হয়েছিল। এরপর ট্রোল শুরু হতেই পাল্টা পোস্ট করল রাজস্থান শিবির। সেখানে মির্জাপুর সিনেমার এক সংলাপের আদলে বার্তা দেওয়া হয় নেটিজেনদের।
|#+|রাজস্থানের তরফে মির্জাপুরের অভিনয় করা পঙ্কজ ত্রিপাঠির এক দৃশ্য তুলে ধরা হয়। যেখানে তিনি এক নেতাকে নিজের ছেলে মুন্না সম্পর্কে বলছিলেন। সেই ছবি তুলে ধরে রাজস্থান রয়্যালস দল রবিচন্দ্রন অশ্বিনের ফটোশপ করা ছবি প্রসঙ্গে লেখেন, ‘ফটোশপ হে ইয়ে ইমপর্টেন্ট নেহি হে, ফটো মে হে, ইয়ে ইমপর্টেন্ট হে ’। অর্থাৎ ফটোশপ করে হলেও রবিচন্দ্রন অশ্বিনের এই ছবিতে থাকা যে প্রয়োজন ছিল, সেটাই বুঝিয়ে দিল রয়্যালসরা। একই সঙ্গে অশ্বিনকে সম্মানও জানাল তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি।