সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তিন ম্যাচে জয়ের পরে অবশেষে হারের মুখ দেখল বাংলা। পঞ্জাব, হায়দরাবাদ ও মিজোরামকে হারানোর পরে বাংলা শুক্রবার পরাজিত হয় রজত পতিদারের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশের কাছে। ফলে এ-গ্রুপের শীর্ষস্থান খোয়াতে হয় সুদীপ ঘরামিদের।
শুক্রবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সি-এ টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। দলগত পারফর্ম্যান্স ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৯ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে।
ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন করণ লাল। ৩০ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাহবাজ আহমেদ। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ২৩ বলে ৩১ রান করেন হাবিব গান্ধী। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন সুদীপ ঘরামি ২১ বলে ২৯ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৪ বলে ২৫ রান করেন অভিষেক পোড়েল। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
ঋত্বিক চট্টোপাধ্যায় ৭, ঋত্বিক রায়চোধুরী ৬, প্রদীপ্ত প্রামানিক ২ ও কণিষ্ক শেঠ ২ রান করেন। খাতা খুলতে পারেননি মহম্মদ শামি। মধ্যপ্রদেশের হয়ে শিবম শুক্লা ৪ ওভারে ২৯ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। আবেশ খান ৪ ওভারে ৪৩ রান খরচ করে ১টি উইকেট নেন। ১টি উইকেট পকেটে পোরেন কুমার কার্তিকেয়া। বেঙ্কটেশ আইয়ার ১ ওভারে ১৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ ১৯.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে মধ্যপ্রদেশ। সেই সুবাদে তারা বাংলাকে টপকে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে। মধ্যপ্রদেশ এখনও পর্যন্ত তাদের চারটি লিগ ম্যাচেই জয় পেয়েছে।
দাপুটে হাফ-সেঞ্চুরি রজত পতিদারের
মধ্যপ্রদেশের হয়ে ক্যাপ্টেন রজত পতিদার ৪০ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলেন। তিনি ৬টি চার মারেন। ৩৩ বলে ৫০ রান করেন শুভ্রাংশু সেনাপতি। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। বেঙ্কটেশ আইয়ার ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
বাংলার হয়ে ২টি করে উইকেট নেন কণিষ্ক শেঠ ও শ্রেয়ান ঘোষ। শামি ৪ ওভারে ৩৮ রান খরচ করেও উইকেট পাননি। শাহবাজ ৪ ওভারে ৩৩ রান খরচ করেন। তিনিও কোনও উইকেট পানিন। ম্যাচের সেরা হন শিবম।