রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক পদে ফের বিরাট কোহলির ফেরার সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা চলছিল। কিন্তু সব জল্পনা মিথ্যে করে, আরসিবি বেছে নেয় নতুন অধিনায়ক। ২০২৫ আইপিএলের অনেক আগেই আরসিবি অধিনায়ক হিসাবে রজত পতিদারের নাম ঘোষণা করে।
সূত্রের খবর, কোহলি রাজি না হওয়াতেই, রজত পতিদারকে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আর অধিনায়ক হিসাবে রজত পতিদারের নাম ঘোষণা হতেই মুখ খুললেন বিরাট কোহলি। পতিদারকে দিলেন বিশেষ বার্তা। নতুন অধিনায়ককে অভিনন্দন জানিয়ে কোহলি বলেছেন যে, পতিদার বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
আরসিবি-র পোস্ট করা একটি ভিডিয়োতে কোহলি বলেছেন, ‘রজত পতিদার আরসিবি-র নতুন অধিনায়ক হতে চলেছে। রজত, প্রথমে আমি তোমাকে অভিনন্দন জানাতে চাই। তোমাকে অনেক শুভেচ্ছা। তুমি যেভাবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছ, যেভাবে পারফর্ম করেছ, তাতে সব ভক্তদের হৃদয়ে তুমি জায়গা করে নিয়েছ। এবং দলের বাকি সদস্যরা সব সময়ে তোমার পাশে থাকবে।’
কোহলি আরও বলেছেন, ‘এটি অবশ্যই একটি বড় দায়িত্ব এবং আমি অনেক বছর ধরে এটি করেছি। ফ্যাফ গত কয়েক বছর ধরে এটি করেছে। এই ফ্র্যাঞ্চাইজিকে তুমি এগিয়ে নিয়ে যাবে। আমি নিশ্চিত যে, এটি তোমার জন্য একটি বড় সম্মান। আমি তোমার জন্য খুব খুশি। তুমি এই জায়গায় পৌঁছানোর অধিকার অর্জন করেছ।’
কোহলি ২০২১ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফ্যাফ ডু'প্লেসিকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ২০২৫ মেগা নিলামের আগে ডু'প্লেসিকে ছেড়ে দেওয়া হয়। তখনই জল্পনা শুরু হয় যে বিরাট ফের অধিনায়ক হতে পারেন। কিন্তু আরসিবি-র নতুন অধিনায়ক হলেন রজত পতিদার।
২০২৫ আইপিএলের মহা নিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তাঁদের মধ্যে একজন পতিদার। ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে রজতের। সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন। তবে আইপিএলে কখনও অধিনায়কত্ব করেননি।
২০২১ সালে আইপিএলে অভিষেক হয়েছিল রজতের। আর অভিষেক মরশুম থেকেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। তবে প্রথম বছর তাঁর পারফরম্যান্স তেমন নজর কাড়তে পারেনি। এর পর ২০২২ সালে অবিক্রিত ছিলেন তিনি। যদিও ২০২২ সালে লুবনিথ সিসোদিয়া চোট পাওয়ার কারণে ফের আরসিবি শিবিরে জায়গা করে নেন রজত। এর পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।