দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের হয়ে অভিষেক হল রমনদীপ সিংয়ের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে এই নাইট তারকার হাতে জাতীয় দলের টুপি তুলে দেন হার্দিক পান্ডিয়া। চমক দেন ব্যাটিংয়ে, নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম বলেই ছক্কা মেরে শিরোনামে উঠে এলেন রমনদীপ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৬ বলে ১৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রিঙ্কু সিং আউট হয়ে যাওয়ার পর ১৮ তম ওভারে ব্যাট করতে এসেছিলেন রমনদীপ। সেই সময় দলের যা প্রয়োজন ছিল সেটাই করেন তিনি। দ্রুত রান করার তালে ছিলেন রমনদীপ। যদিও শেষ পর্যন্ত এনরিখ ক্লাসেন তাঁকে রানআউট করে দেন।
প্রথম ম্যাচে রমনদীপের পারফরম্যান্স:
ভারতের হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়েন রমনদীপ সিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১৮ তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সাধারণত নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সব ক্রিকেটারই একটু নার্ভাস থাকেন। কিন্তু রমন সকলকে চমকে দিয়ে প্রথম বলই তুলে মারেন। বল সোজা বাউন্ডারি লাইনের ওপারে গিয়ে পড়ে, ছক্কা! এর আগে এরকম ঘটনা কবে ঘটেছে তা মনে করা মুশকিল। এদিন তিনি ৬ বলে ১৫ করে রানআউট হয়ে যান। তবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের স্টাইল মন জয় করেছে নেট দুনিয়ার। এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলে ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে তিনি এই নজির গড়েছিলেন। তবে সেটি তাঁর প্রথম ম্যাচ ছিল না। নিজের অভিষেক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি সূর্যকুমার যাদব।
রমনদীপের আন্তর্জাতিক অভিষেক:
প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে ভারতের হয়ে খেলার। বুধবার সেঞ্চুরিয়ানে তেমনই এক স্বপ্ন পূরণ হল রমনদীপ সিংয়ের। প্রথা মেনে তাঁর হাতে টিম ইন্ডিয়ার টুপি তুলে দিয়ে দলে স্বাগত জানান হার্দিক পান্ডিয়া, অভিনন্দন জানান রমনকে। হার্দিক বলেন, ‘রমন আমি জানি এটা তোমার এবং তোমার পরিবারের জন্য খুব বিশেষ একটি মুহূর্ত। এই জায়গায় পৌঁছনোর জন্য তোমায় অনেক পরিশ্রম করতে হয়েছে। তুমি এটা পাওয়ার যোগ্য। এই মুহূর্তটাকে উপভোগ কর, এরকম মুহূর্ত জীবনে বারবার আসে না। আমরা সবাই তোমার পাশে আছি।’
এরপর নিজের অভিষেক প্রসঙ্গে রমনদীপ বলেন, ‘আমি যেখান থেকে উঠে এসেছি সেখানে খুব বেশি ক্রিকেট পরিকাঠামো ছিল না। আমি এই সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞ। খুবই আনন্দ হচ্ছে। অনেক মানুষের পরিশ্রম জড়িত আছে এই সাফল্যের পিছনে। আশা করব তাদের প্রত্যাশা পূরণ করতে পারব। দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং ভারতকে যত বেশি সম্ভব ম্যাচ জেতানোর চেষ্টা করব।’