পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। জয়ের দিন হোক বা হারের দিন, প্রত্যেক মূহূর্তেই ঘরোয়া কোন্দলে জর্জরিত থাকে পাক দল। কখনও দলের ভিতরেই ঝামেলা, আবার কখনও নব্য-প্রবীণ ভেদাভেদ। আবার কখনও দায় ঠেলাঠেলি, পাকিস্তান ক্রিকেটে এটাই রোজকার ওপেরা বলা চলে। এই যেমন রাওয়ালপিন্ডিতে টেস্ট জয়ের পরেও দলের অধিনায়ককে সম্মান জানানোর পরিবর্তে অন এয়ারে লাইভ সম্প্রচারের সময় অপমান করে বসলেন প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা।
আরও পড়ুন-‘বিরাট ওভাবে আউট হবে, ভাবতেই পারিনি’! ৭ উইকেট নেওয়া স্যান্টনার অবাক বিরাটের শটে!
বর্তমানের সঙ্গে প্রাক্তনীদের দ্বন্দ-
পাকিস্তান ক্রিকেট দলের এটাই সমস্যা। কখন কি করতে হয়, সেটাও তাঁরা বোঝেন না, আর কোথায় কি বলতে হয় সেই শিক্ষাও এতদিনে রপ্ত করতে পারেননি প্রাক্তনীরা। বরাবরই বর্তমান দলের ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের প্রাক্তনীদের লড়াই চলতে থাকে। তবে এবার যে সেটা এরকম মাত্রায় হবে, সেটা বুধতে পারেননি অধিনায়ক শান মাসুদ।
রামিজও আগের মতো সম্মান পান না পিসিবিতে-
পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক ছিলেন রামিজ। সেই সময় এমন কিছু চোখে লাগার মতো পারফরমেনস করে আইসিসির বিশ্বকাপ জেতেনি পাকিস্তান। কিন্তু বারবরই তিনি নিজেকে সেদেশের ক্রিকেটের অনেকটা জনক বলেই মনে করেন। কখনও আইন, আদালতের ওপরে নিয়ে গিয়ে নিজেই ঘোষণা করেছিলেন মহম্মদ আমিরকে দলে সুযোগ দেওয়া হবে না। এরপর তিনি সভাপতি পদ থেকে সরতেই রামিজ রাজাকে পাত্তা না দিয়ে আমিরকে টি২০ বিশ্বকাপের দলে ফেরানো হয়েছিল।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর সিরিজের সঙ্গে প্রোটিয়া সিরিজেরও দল প্রকাশ BCCI-র! দলে নাইট তারকা…
রামিজ রাজার আচরণে বিরক্ত পাকিস্তানের ভক্তরা-
এবারও লাইমলাইট পাওয়ার জন্য এবং নিজেকে জাহির করার জন্য পাকিস্তানের বর্তমান অধিনায়ককেই ছোট করলেন রামিজ, লাইভ সম্প্রচার চলাকালীন তাঁর সাক্ষাৎকার নিতে নিতেই তাঁকে করলেন চরম অপমান। কোথায় ইংল্যান্ডের বিরুদ্ধে আড়াই দিনে তৃতীয় টেস্ট জেতার পর সিরিজ জয়ের আনন্দে ভাসবেন রাজারা, সেটা না করে নিজেদের বড় করে দেখাতেই শান মাসুদকে অযথা অপমান করলেন টেলিভিশনে। অবশ্য এই কাজ করে তিনিও যে খুব হিরো হলেন তা নয়, সোশাল মিডিয়ায় তাঁকে নিয়েও ছিঃ ছিঃ করছে পাক ক্রিকেটভক্তরা।
আরও পড়ুন-সুর নরম করতেই ফিরেছেন ইন্ডিয়া 'এ'তে! ইশানের অস্ট্রেলিয়া যাওয়ার আগে স্নেহের চুম্বন মায়ের…
শান মাসুদকে অপমান রামিজ রাজার-
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনে রাওয়াপিন্ডি টেস্টে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ রানের। অধিনায়ক শান মাসুদ নিজে অপরাজিত থেকেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এরপরই স্টুডিয়ো যেতেই তাঁকে পাশে বসিয়ে রামিজ রামা বললেন, এমন সিরিজ জয় একবার দেখতে পেয়েছেন, ভবিষ্যৎে আর দেখতে পাবেন না, এমন নয় তো? এরপরে শান মাসুদকে মনে করালেন টানা ছয় ম্যাচে হারের কথা। অথচ গত ম্যাচেই জিতেছিলেন শান।
একঝলকে সেই ভাইরাল ভিডিয়ো-
এরপরেও নিজেকে পৃথীবির অনেকটা সর্বকালের সেরা ক্রিকেটার বানিয়েই অন এয়ারে শান মাসুদকে ব্যাটিং টিপস দিয়ে গিয়ে পাল্টা ট্রোলের মুখেই পড়েছেন রামিজ রাজা।