পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ জিতে নিয়েছে দঃ আফ্রিকা। নিজেদের দেশে মাটিতে টি২০ বিশ্বকাপের ফাইনালিস্টরা প্রথম দুই ম্যাচেই সিরিজ পকেটে পুড়ে নিয়েছে। পাকিস্তান দল লড়লেও প্রোটিয়াদের সামনে তাঁরা দাঁড়াতে পারেননি। আজই রয়েছে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ, সেখানে সম্মানরক্ষা করারই চেষ্টা করবেন শাহিন আফ্রিদিরা।
আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
পাকিস্তান দলের অন্দরে বিতর্কের শেষ নেই। অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসে বারবার। গ্যারি কার্স্টেনের অবস্থা তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি হয়ে গেছিল কোচের পদে দায়িত্ব নেওয়ার পর। এরপর তিনি পদত্যাগ করেছিলেন। জ্যাসন গিলেসপিও সম্প্রতি পাকিস্তান দলের কোচের পদ থেকে অব্যাগত নিয়ে নিয়েছেন এত ঝামেলার জেরে।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
এরই মধ্যে পাকিস্তান দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার রমিজ রাজা। এমনিতে বোর্ড প্রধান পদ ছাড়ার পর থেকেই পাকিস্তান দলের বিভিন্ন বিষয় নিয়েই তিনি সমালোচনা করে থাকেন। বাবর আজম থেকে শাহিন আফ্রিদি, বাদ যাননা কেউই। যদিও শাহিন আফ্রিদিকে নিয়ে তিনি দঃ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন ধারাভাষ্যকার হিসেবে যে মন্তব্য করলেন, তা শুনে অবাক সকলে।
আরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
বাজে মন্তব্য রামিজ রাজার-
শুক্রবার দঃ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে শাহিন আফ্রিদি বোলিং করতে আসেন, তখন ব্যাটার ছিলেন ভ্যান ডার ডুসেন। তিনি সজোরে একটি শট মারেন, যা একটুর জন্য শাহিন আফ্রিদির মুখে লাগেনি। তাঁর হাতে গিয়ে লাগে। এরপরই টিম ফিজিও ছুটে আসেন দেখতে, দলের পেসার ঠিক আছেন কিনা। শুশ্রুষার পর তিনি চলে যান। কিন্তু এরই মধ্যে বিতর্কিত মন্তব্য করে বসেন রামিজ রাজা। তিনি ধারাভাষ্য দিতে দিতে বলে ওঠেন, ‘একটুর জন্য ওর মুখে বলটা লাগেনি। জানি না এটা ভালো হল না খারাপ? ’।
পাকিস্তানের সিরিজ হার-
দ্বিতীয় টি২০ ম্যাচে শাহিন আফ্রিদি খুব একটা ভালো বোলিং করতে পারেননি। ৪ ওভার বোলিং করে বিনা উইকেটে ৩৭ রান দেন তিনি। পাকিস্তান দল প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২০৬ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয় দঃ আফ্রিকা। ফলে পাকিস্তানের বোলিং ভালো হয়নি সামগ্রিকভাবে তা বলাই যায়।
রামিজের মন্তব্যে হতাশ সকলে-
কিন্তু তাই বলে দলের ক্রিকেটারেরই চোট লাগলে ভালো হত, এমন মন্তব্য করবেন রামিজ রাজা? বিষয়টি মেনে নিতে পারছেন না পাকিস্তানের সমর্থকরাই। ক্রিকেটারদের খারাপ পারফরমেন্সে সমালোচনা করা এক বিষয়, কিন্তু তাঁদের চোট পাওয়ার আশা করা যে অত্যন্ত নিন্দনীয় বিষয় সেকথা বোঝেন ছোট শিশুরাও। এক্ষেত্রে পাক দলের সঙ্গে রাজার যে অত্যন্ত খারাপ সম্পর্কের দিক, সেটাই প্রমাণিত হত ফের একবার।