১০ বছর পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করলেন রোহিত শর্মা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজের পুরনো রূপের কিছু ঝলক দেখান হিটম্যান। তিনটি ছক্কা হাঁকান তিনি। তবে দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকতে পারেননি রোহিত। তবুও, মুম্বইয়ের হয়ে ১০ বছর পর লাল বলের ক্রিকেটে ফেরায় বিপুল সংখ্যক ভক্ত মাঠে এসে তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন।
মুম্বইয়ের বাঁদ্রা কুরলা কমপ্লেক্স (BKC) গ্রাউন্ডে বিশেষ আসন ব্যবস্থা করা হয়েছিল, যাতে আরও বেশি মানুষ তাদের 'মুম্বই চা রাজা'-কে খেলতে দেখতে পারেন। যদিও মুম্বই এই ম্যাচে জম্মু ও কাশ্মীরের কাছে হেরে যায়, তবুও রোহিতের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন ভক্তদের জন্য ছিল আনন্দের একটা মুহূর্ত।
আরও পড়ুন… SL vs AUS: শ্রীলঙ্কা সফরের আগেই নিজের অবসরের জল্পনা থেকে পর্দা তুললেন অজি ওপেনার উসমান খোয়াজা
১৫ বছর বয়সি ভক্তের হৃদয় ছোঁয়া চিঠি
ম্যাচ শেষে রোহিত শর্মার উদ্দেশে একটি আবেগপূর্ণ চিঠি লেখেন ১৫ বছর বয়সি এক ভক্ত, যথার্থ ছাবরিয়া। চিঠিতে রোহিতের এই ভক্ত তাঁর নায়ককে ‘সবচেয়ে পছন্দের খেলোয়াড়’ এবং ‘চলতি সময়ের সেরা ব্যাটসম্যান’ বলে উল্লেখ করেছেন। চিঠিতে যথার্থ লিখেছেন, ‘আমার আইডল, আমার প্রিয় খেলোয়াড় এবং সর্বকালের সেরা ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে। আমি জানি, আমি যখন এই কথা বলছি, তখন লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে একমত হবেন। এই খেলাটিকে ভালোবাসার অন্যতম কারণ হলেন আপনি, এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, আপনার ব্যাটিং দেখার সৌভাগ্য আমার হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘ফর্ম সাময়িক, কিন্তু ক্লাস চিরস্থায়ী। এটা কোনও ব্যাপার না যে আপনি সম্প্রতি বড় ইনিংস খেলেননি। আমি দেখতে পাচ্ছি, আপনি সঠিক পথে আছেন, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি প্রতিপক্ষ দলকে ধ্বংস করে দেবেন। গতকাল আপনার তিনটি ছক্কা অসাধারণ ছিল। আমি গাণিতিক ক্লাসের সময়ও ম্যাচ দেখেছি, কিন্তু এটি পুরোপুরি সার্থক ছিল!’
‘আপনার নেতৃত্ব অতুলনীয়, কখনও অবসর নেবেন না’
চিঠিতে ভক্ত আরও লেখেন, ‘ঘৃণাকারীরা ঘৃণা করবেই, কিন্তু আপনার নেতৃত্ব অতুলনীয়। আপনি মাঠে সেরা চরিত্র, এবং প্রত্যেক ফরম্যাটে একজন ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে সফল হয়েছেন। আমি শুরু থেকেই আপনাকে অনুসরণ করছি এবং শুধুমাত্র আপনাকে দেখার জন্য প্রতিটি ম্যাচ দেখি। দয়া করে কখনও অবসর নেবেন না। আমি ভাবতেই পারি না যে, আপনি যখন ব্যাটিংয়ে নামবেন না, তখন টিভি চালাব, জানি না সেই সময়ে কেমন লাগবে।’
ভবিষ্যতে ক্রীড়া বিশ্লেষক হওয়ার স্বপ্ন
নিজের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যথার্থ আরও লেখেন, ‘আমি ১৫ বছর বয়সি একজন স্বচ্ছন্দ ও আবেগপ্রবণ ছেলে। আমার স্বপ্ন ক্রীড়া বিশ্লেষক হওয়া এবং আমি ইতিমধ্যে রাজস্থান রয়্যালসের সঙ্গে একটি ইন্টার্নশিপও শেষ করেছি। আপনি যদি আমাকে কোনও ভাবে সাহায্য করতে পারেন, তাহলে দয়া করে জানাবেন। আমি আপনাকে ভালোবাসি, রোহিত শর্মা। আমি জানি, আপনি খুব তাড়াতাড়ি আপনার সেরা ফর্মে ফিরবেন।’
খারাপ ফর্মের পর ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত
বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত শর্মার পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিনি পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন এবং নিজেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ান। অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর BCCI একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়, প্রত্যেক কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়কে তাদের রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এই সিদ্ধান্তের পর শুভমন গিল, রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজা তাদের নিজ নিজ রাজ্য দলের হয়ে খেলেছেন। এখন দেখার বিষয়, রোহিত শর্মা ৩০ জানুয়ারি থেকে মেঘালয়ের বিরুদ্ধে মুম্বইয়ের পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচে খেলবেন কি না।