Ranji Trophy 2024-25 Quarter Final 4: রঞ্জি ট্রফি ২০২৪-২৫ চতুর্থ কোয়ার্টার ফাইনালে অধিনায়ক চিন্তন গাজার দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিনেই দাপট দেখাল গুজরাট। রাজকোটে গুজরাটের অধিনায়ক চিন্তন গাজা দুর্দান্ত লাইন-লেন্থ বজায় রেখে চারটি উইকেট শিকার করেন, যার ফলে গুজরাট সৌরাষ্ট্রকে মাত্র ২১৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। দিনের খেলায় গুজরাট ৫ ওভারে ২১/০ স্কোরে অপরাজিত থাকে। দুই ওপেনার, অভিজ্ঞ প্রিয়াঙ্ক পাঞ্চাল ও তরুণ আর্য দেশাই, শেষের দিকে পাঁচ ওভার নির্বিঘ্নে পার করে দেন।
গাজার নেতৃত্বে সৌরাষ্ট্রের ব্যাটিং ধস
চিন্তন গজা, যিনি ১১৮-১২২ কিমি/ঘণ্টা গতিতে বোলিং করেন, একটানা ভালো লাইন-লেন্থ বজায় রেখে ২১ ওভারে ৪৮ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন। সৌরাষ্ট্রের ব্যাটাররা সংগ্রাম করলেও ওপেনার চিরাগ জানি ছাড়া কেউই দাঁড়াতে পারেননি।
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: তামিলনাডুর বিরুদ্ধে শতরান, ফের আলোচনায় বিদর্ভের করুণ নায়ার
কেমন খেললেন চেতেশ্বর পুজারা?
চেতেশ্বর পুজারা কিছু ভালো শট খেললেও মাত্র ৫০ রানের জুটি গড়ে আউট হয়ে যান। পূজারা করেন ৩৮ বলে ২৬ রান। বাঁহাতি স্পিনার সিদ্ধার্থ দেশাই তাকে ফ্লাইট দিয়ে বের করে আনেন, পুজারা মিড-উইকেটের দিকে হুইপ করতে গিয়ে ব্যাটের মুখ বন্ধ করে ফেলেন এবং বল শর্ট কভারে সহজ ক্যাচে পরিণত হয়।
ওপেনার চিরাগ জানি ১১টি চার ও একটি ছয় হাঁকিয়ে স্বচ্ছন্দে খেলছিলেন, কিন্তু দুপুরের পর চিন্তন গাজা তাকে বাউন্সারে ফাঁদে ফেলে আউট করেন। এরপর সৌরাষ্ট্রের ব্যাটিং ভেঙে পড়ে। অর্পিত বাসাভাদা কিছুটা লড়াই করার চেষ্টা করেন, তবে অপর প্রান্ত থেকে সঙ্গী হারানোর ফলে বেশি কিছু করতে পারেননি তিনি।
জয়মীত প্যাটেলের গুরুত্বপূর্ণ অবদান
দ্বিতীয় সেশনে বাঁহাতি পেসার জয়মীত প্যাটেল দুর্দান্ত বোলিং করে গাজাকে ভালোভাবে সহায়তা করেন। তিনি দ্রুত প্রেরক মানকাড় ও সমর গাজ্জার উইকেট তুলে নেন। লাঞ্চ থেকে চায়ের বিরতির মধ্যে সৌরাষ্ট্র মাত্র ৩৬ রান তোলে ও ৪টি উইকেট হারায়।
এই ধস থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
শেষ সেশনে গাজা আরও দুটি উইকেট নিয়ে সৌরাষ্ট্রের ইনিংস গুটিয়ে দেন। ২০১৬-১৭ রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন গুজরাট এখন সৌরাষ্ট্রকে ম্যাচের বাইরে ঠেলে দেওয়ার জন্য ব্যাটিং করবে।
আরও পড়ুন … অধিনায়কের ফর্ম খারাপ থাকলে পুরো দল সমস্যায় পড়ে: রোহিতের অফ ফর্ম নিয়ে মুখ খুললেন কপিল দেব
জেনে নেওয়া যাক ম্যাচের প্রথম দিনের সংক্ষিপ্ত স্কোরকার্ড:
সৌরাষ্ট্র প্রথম ইনিংস: ৭২.১ ওভারে ২১৬ অলআউট।
গুজরাট প্রথম ইনিংস: ৫ ওভারে ২১/০ (অপরাজিত)।